shono
Advertisement
Higher Secondary News

মাত্রাতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ, উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পিছু ফি বেঁধে দিল সংসদ

কী বলছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি?
Published By: Tiyasha SarkarPosted: 01:24 PM Nov 29, 2025Updated: 07:08 PM Nov 29, 2025

স্টাফ রিপোর্টার: উচ্চ মাধ্যমিকে (Higher Secondary News) প্রতিটি সেমেস্টার পরীক্ষায় বসার ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। স্কুলগুলি সেমেস্টার পিছু ৭০ টাকা পরীক্ষার্থীদের থেকে নিতে পারবে বলে শুক্রবার সংসদ নির্দেশিকা জারি করেছে। এবং আদায়ীকৃত ফি যাতে নির্দিষ্ট খাতে খরচ হয়, সে ব্যাপারেও স্কুল কর্তৃপক্ষদের সতর্ক করে দেওয়া হয়েছে।

Advertisement

চলতি বছর থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম সেমেস্টার ভিত্তিক করা হয়েছে। প্রতি সেমেস্টারে বিভিন্ন স্কুল বিভিন্ন রকম ফি নেয়। কয়েকটি স্কুলের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। যার প্রেক্ষিতে সংসদের এহেন সিদ্ধান্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "সেমেস্টার ফি নিয়ে বেশ কয়েকটি স্কুলের বিরুদ্ধে অভিযোগ উঠছিল। কিছু অভিভাবকের কাছ থেকে চিঠিও পেয়েছি। অভিভাবকরা জানিয়েছেন, পরীক্ষার জন্য অতিরিক্ত ফি নেওয়া হয়েছে। তাই আমরা সেমেস্টার পরীক্ষার ফি বেঁধে দিতে বাধ্য হলাম।"

পড়ুয়াপিছু ৭০ টাকায় সেমেস্টার পরীক্ষা নেওয়া সম্ভব কি না, শিক্ষামহলের একাংশে সেই প্রশ্ন উঠেছে। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্যের কথায়, “৭০ টাকায় পরীক্ষার আয়োজন করা কঠিন।
তবে সংসদ যখন নির্দেশ দিয়েছে, আমরা ৭০ টাকাতেই সেমেস্টার পরীক্ষা নেব।" নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুলের প্রধান শিক্ষক বলেন, "৭০ টাকায় প্রশ্নপত্র এবং ওএমআর শিট ছাপানো মুশকিল। আশা করব, সংসদ এটা মাথায় রাখবে।" শিক্ষক মহলের একাংশ অবশ্য পদক্ষেপটিকে স্বাগত জানিয়েছে। বারাসতের নির্মলাবালা গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা নন্দিতা ভট্টাচার্যের প্রতিক্রিয়া, "সংসদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। পরীক্ষার ফি নেওয়ার ক্ষেত্রে একটা সমতা থাকা জরুরি। স্কুলগুলো মর্জিমাফিক পরীক্ষার ফি নিতে পারে না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উচ্চ মাধ্যমিকে প্রতিটি সেমেস্টার পরীক্ষায় বসার ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
  • স্কুলগুলি সেমেস্টার পিছু ৭০ টাকা পরীক্ষার্থীদের থেকে নিতে পারবে বলে শুক্রবার সংসদ নির্দেশিকা জারি করেছে।
  • এবং আদায়ীকৃত ফি যাতে নির্দিষ্ট খাতে খরচ হয়, সে ব্যাপারেও স্কুল কর্তৃপক্ষদের সতর্ক করে দেওয়া হয়েছে।
Advertisement