shono
Advertisement
SIR

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে SIR ফর্ম জমার নির্দেশ, রেলের নোটিসে ক্ষুব্ধ কর্মীরা

রেলকর্মীদের দাবি, এই ফর্ম জমা দিতে গিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন তাঁরা।
Published By: Sayani SenPosted: 11:34 PM Dec 24, 2025Updated: 11:34 PM Dec 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআর নিয়ে রাজ্য জুড়ে চলছে জোর চাপানউতোর। তারই মাঝে রেলকর্মীদের ফের আলাদা করে তাঁদের নির্দিষ্ট বিভাগে জমা দিতে হচ্ছে এনুমারেশন ফর্ম। আর যা নিয়ে কর্মীমহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। রেলকর্মীদের দাবি, এই ফর্ম জমা দিতে গিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন তাঁরা। সুরক্ষার কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

Advertisement

কয়েকদিন আগে রেলকর্মীদের একটি ফর্ম আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে জমা দিতে বলে রেল কর্তৃপক্ষ। যাতে কর্মীর আগের ভোটার লিস্ট অনুযায়ী নাম এবং এপিক নম্বর উল্লেখ করতে বলা হয়। এমনকী বর্তমান অবস্থানও জানতে চাওয়া হয়। ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে কর্মীদের জমা দিতে বলা হয়। আর তা নিয়ে কর্মীমহলে চাপা ক্ষোভের জন্ম।

পূর্ব রেলের মেনস ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিত ঘোষ অভিযোগের সুরে বলেন, "এসএইআর বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার। তারা নির্দেশ দেয়নি। কেন এনিয়ে রেল নির্দেশ জারি করল তা স্পষ্ট নয়। এতে বছরের শেষে নিরাপত্তার কাজ ব্যাহত হচ্ছে। কর্মীদের হয়রানিও হচ্ছে।" পূর্ব রেলের প্রবীণ জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, কর্মীরা আদৌ একটি জায়গার ভোটার কিনা, তা জানতেই এই ফর্মপূরণ করানো হচ্ছে। তা নিয়ে ক্ষোভপ্রকাশের কিছু নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে SIR ফর্ম জমার নির্দেশ।
  • রেলের নোটিসে ক্ষুব্ধ কর্মীরা।
  • রেলকর্মীদের দাবি, এই ফর্ম জমা দিতে গিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন তাঁরা।
Advertisement