shono
Advertisement
train

শিয়ালদহের দক্ষিণ শাখায় একাধিক নতুন ট্রেন! বড় সিদ্ধান্ত রেলের

আগামী ১০ জুন হাওড়া স্টেশনে চত্বর থেকে হকার উচ্ছেদ করবে রেল।
Published By: Paramita PaulPosted: 10:06 PM Jun 02, 2025Updated: 10:06 PM Jun 02, 2025

সুব্রত বিশ্বাস: ভিড় সামলাতে শিয়ালদহের দক্ষিণ শাখায় নতুন ট্রেন চালাবে রেল! বালিগঞ্জ-নামখানা ও বালিগঞ্জ-ক‌্যানিং শাখায় স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের। আগামী ৫ জুন থেকে নয়া সিদ্ধান্ত কার্যকর হবে। পাশাপাশি যাত্রীদের দাবি মেনে শিয়ালদহ-কলকাতা-লালগোলা রুটের ১১টি মেমুর চরিত্র বদলাচ্ছে না ভারতীয় রেল।

Advertisement

জানা গিয়েছে, সন্ধ‌্যা ৬টা ৩৫ মিনিটে সোনারপুর থেকে নামখানা লোকাল ছাড়বে। সকাল ৫টা ১২ মিনিটে নামখানা থেকে বালিগঞ্জের ট্রেন ছাড়বে। সকাল ৮টা ৪ মিনটে বালিগঞ্জ থেকে ক‌্যানিংয়ের জন‌্য ছাড়বে ট্রেন। সকাল ৯টা ৪০ মিনিটে ক‌্যানিং থেকে ছাড়বে বালিগঞ্জ লোকাল। বেলা ১১টা ২৫ মিনিটে বালিগঞ্জ থেকে ছাড়বে সোনারপুর লোকাল।

এদিকে শিয়ালদহ, কলকাতা ও লালগোলার মধ্যে চলাচলকারী ১১টি মেমু ট্রেন-কে ইএমইউ পরিষেবায় রূপান্তরিত করার কথা ঘোষণা করেছিল পূর্ব রেল। আগামী ৪ জুন থেকে তা কার্যকর করার কথাও ছিল। এই ঘোষণার পর গর্জে ওঠেন লালগোলার ট্রেনের নিত্যযাত্রীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘ পথের এই যাত্রায় মেমু ট্রেনে শৌচালয় থাকে। ইএমইউতে শৌচালয় না থাকায় সমস‌্যা হবে। যদিও রেল জানিয়েছিল, লালগেলার পরিবর্তিত রেকগুলি কৃষ্ণনগর গিয়ে আধঘণ্টা দাঁড়াবে। যেখানে মানুষজন স্টেশনে শৌচালয় ব‌্যবহার করে ফের ট্রেন ধরতে পারবে। যদিও এই প্রস্তাব মানতে চাননি যাত্রীরা। লালগোলা ট্রেন স্তব্ধ করার হুমকী দেন যাত্রীরা। এরপরই যাত্রী চাপের মুখে সিদ্ধান্ত বদল করে রেল।

আগামী ১০ জুন হাওড়া স্টেশনে চত্বর থেকে হকার উচ্ছেদ করবে রেল। যাত্রীস্বার্থে এই উচ্ছেদ জরুরি বলে জানিয়েছে রেল। হাওড়া স্টেশনের প্রবেশ ও বেরেনোর গেটের সমনে এই হকারদের জন‌্য যাত্রী চলাচলে চরম অসুবিধার সৃষ্টি হচ্ছে। ফলে এই উচ্ছেদ জরুরি হয়ে পড়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভিড় সামলাতে শিয়ালদহের দক্ষিণ শাখায় নতুন ট্রেন চালাবে রেল!
  • বালিগঞ্জ-নামখানা ও বালিগঞ্জ-ক‌্যানিং শাখায় স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের।
  • আগামী ৫ জুন থেকে নয়া সিদ্ধান্ত কার্যকর হবে।
Advertisement