shono
Advertisement
Jyotipriya Mallick

জেলে গুরুতর অসুস্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ভর্তি হাসপাতালে

Published By: Sucheta SenguptaPosted: 04:36 PM Nov 14, 2024Updated: 07:07 PM Nov 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি, প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, দিন পাঁচেক আগে জেলেই অসুস্থ হয়ে পড়েন তিনি। নাক,মুখ দিয়ে রক্ত বেরতে থাকে। সঙ্গে সঙ্গে তাঁকে বাইপাসের ধারে নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থায় বেশ কিছুটা সংকটজনক ছিল বলে জানা গিয়েছে। তবে বর্তমানে খবর, জ্য়োতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) আপাতত স্থিতিশীল। 

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত শনিবার প্রেসিডেন্সি সংশোধনাগারের ভিতরে আচমকা অসুস্থ হয়ে পড়েন জ্য়োতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি কাণ্ডে গত একবছর ধরে তিনি জেলবন্দি। বার বার জামিনের আবেদন সত্ত্বেও তা মেলেনি। শনিবার তাঁর নাক-মুখ থেকে রক্তক্ষরণ হতে থাকে বলে জানা যায়। তাঁর প্রেশার বেড়ে গিয়েছে। হাইপারগ্লাইসিমিয়ায় ভুগছেন তিনি। জেলে প্রাথমিক চিকিৎসার পর জ্যোতিপ্রিয় মল্লিককে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ওই হাসপাতালেই তাঁর চিকিৎসা হয় বরাবর।   

চিকিৎসকরা জানিয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের কিডনি, ডায়বেটিসের সমস্যা রয়েছে। পাশাপাশি তাঁর শরীরের একাধিক জটিল সমস্যা ধরা পড়েছে। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় জড়িত অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে ধরা পড়েন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। এর পর জেলবন্দি অবস্থায় তিনি একাধিকবার অসুস্থ হয়ে পড়েন। তবে এবার মন্ত্রীর শারীরিক অবস্থা আরও অবনতি ঘটে। জ্য়োতিপ্রিয়র অসুস্থতার যুক্তি দেখিয়ে বার বার জামিনের আবেদন জানিয়েছিলেন আইনজীবী। কিন্তু রেশন দুর্নীতিতে ধৃত বাকিদের জামিন হলেও 'প্রভাবশালী' তত্ত্বে প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন বার বার খারিজ হয়েছে। হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন তিনি? তা এখনও জানা যায়নি। আপাতত তাঁকে সিসিইউ-তে পর্যবেক্ষণে রাখা হয়েছে।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গুরুতর অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক, ভর্তি হাসপাতালে।
  • দিন পাঁচেক আগে রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় জেলেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
  • তাঁর কিডনি, ডায়বেটিসের সমস্যা রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
Advertisement