shono
Advertisement
Kolkata Metro Railways

যাত্রীদের জন্য সুখবর! এবার শনিবারও মিলবে জোকা-মাঝেরহাট মেট্রো

শনিবারে বাড়তি মেট্রো চলবে হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত।
Published By: Tiyasha SarkarPosted: 08:18 PM Nov 20, 2025Updated: 08:18 PM Nov 20, 2025

নব্যেন্দু হাজরা: যাত্রীদের জন্য সুখবর। এবার শনিবারও পার্পেল লাইন অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত চলবে মেট্রো। সেই সঙ্গে শনিবারে বাড়তি মেট্রো চলবে হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত।

Advertisement

শহর কলকাতার লাইফলাইন মেট্রো। শহর ও শহরতলির বাসিন্দাদের কর্মক্ষেত্রে বা যে কোনও গন্তব্যে পৌঁছতে ভরসা পাতালপথ। সেই কথা মাথায় রেখে, আমজনতার স্বার্থে গত কয়েকবছরে সম্প্রসারিত হয়েছে মেট্রোর রুট। একটা সময়ে শুধুমাত্র দমদম থেকে টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তমকুমার পর্যন্ত চলত মেট্রো। পরবর্তীতে তা বেড়ে হয়েছে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া পর্যন্ত। পরবর্তীতে হাওড়া থেকে সেক্টর ফাইভ (গ্রিন লাইন), জোকা থেকে মাঝেরহাট(পার্পেল লাইনে) পর্যন্ত চালু হয়েছে পরিষেবা।

তবে এতদিন পার্পেল লাইনে মেট্রো চলত সোম থেকে শুক্রবার পর্যন্ত। চলতি সপ্তাহ থেকে শনিবারও ওই লাইনে মিলবে পরিষেবা। দিনের প্রথম মেট্রো জোকা থেকে ছাড়বে ১ টা বেজে ২৫ মিনিটে। মাঝেরহাট থেকে প্রথম মেট্রো ছাড়বে ১ টা বেজে ৪৯ মিনিটে। শেষ মেট্রো জোকা ছাড়বে ৮ টা বেজে ১১ মিনিটে। মাঝেরহাট থেকে শেষ মেট্রো পাবেন ৮ টা বেজে ৩২ মিনিটে। ২১ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। এদিকে গ্রিন লাইনে শনিবার ১৮৬টির বদলে চলবে ২০২ টি মেট্রো। অর্থাৎ এবার শনিবার অল্প সময়ের বিরতিতে মিলবে মেট্রো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার শনিবারও পার্পেল লাইন অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত চলবে মেট্রো।
  • সেই সঙ্গে শনিবারে বাড়তি মেট্রো চলবে হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত।
Advertisement