shono
Advertisement
Delhi Blast

দিল্লি বিস্ফোরণের পরেই সতর্ক লালবাজার, পার্ক স্ট্রিট-সহ শহরের বিভিন্ন হোটেলে হানা পুলিশের

বিস্ফোরণের পরেই সমস্ত থানাকে সতর্ক থাকার নির্দেশ লালবাজারের।
Published By: Kousik SinhaPosted: 01:21 PM Nov 12, 2025Updated: 02:07 PM Nov 12, 2025

অর্ণব আইচ: দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের জের। সতর্ক লালবাজার। ঘটনার পরেই সমস্ত থানাকে সতর্ক থাকার নির্দেশ। এমনকী প্রত্যেকটি থানা এলাকায় একাধিক নাকা চেকিং করে সমস্ত পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। শুধু তাই নয়, পার্কস্ট্রিট-সহ শহরের হোটেলগুলিতে থাকা আবাসিকদের বিস্তারিত তথ্য নিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। এরপরেই আজ বুধবার সকালে পার্কস্ট্রিট-সহ শহরের একাধিক হোটেলে হানা দিল পুলিশ। কোথায় কোন আবাসিক আছেন, কতদিন ধরে আছেন সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয় বলে জানা গিয়েছে। খতিয়ে দেখা হয় হোটেলের রেকর্ডও।

Advertisement

বলে রাখা প্রয়োজন, দিল্লি বিস্ফোরণের পরেই নড়েচড়ে বসেছে লালবাজার। কলকাতার প্রত্যেকটি থানা, ট্রাফিক গার্ডের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল পদ্ধতিতে বৈঠক করেন পুলিশ কমিশনার ও লালবাজারের কর্তারা। যেখানে প্রত্যেকটি থানা এবং ট্রাফিক গার্ডকে সতর্ক করে লালবাজার। দীর্ঘ বৈঠকে ট্রাফিক গার্ড ও থানার ওসিদের শীর্ষ পুলিশ আধিকারিকদের নির্দেশ, একেকটি থানা এলাকায় বিভিন্ন জায়গায় একাধিক নাকা চেকিং করতে হবে। এমন ‘স্ট্র‌্যাটেজি’তে করতে হবে, যাতে কোনও গাড়িই পুলিশের নজর এড়িয়ে না পালাতে পারে। সব গাড়ির ডিকি ও ভিতরের অংশ পরীক্ষা করতে হবে বলে নির্দেশে জানায় পুলিশ।

এছাড়া কোনও গাড়িতে নীল বাতি বা লাল বাতি লাগানো থাকলেও গাড়ির চালককে জিজ্ঞাসা করতে হবে বলেও নির্দেশে জানানো হয়। কোনও এলাকায় নতুন কোনও ব্যক্তি ঘোরাঘুরি করলে তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে হবে। কোনও ব্যক্তির ব্যাপারে সন্দেহজনক কোনও তথ্য পেলে সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিকে আটক করে জেরা ও তাঁর বাড়িতে তল্লাশি করতে হবে। এই ব‌্যাপারে সময় নষ্ট করা যাবে না, পুলিশ আধিকারিকদের এমনই নির্দেশ লালবাজারের। শুধু তাই নয়, ওই বৈঠকেই শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা হোটেলগুলিতে কে বা কারা রয়েছেন সে বিষয়েও খোঁজখবর নেওয়ার কথা বলা হয়। এরপরেই আজ বুধবার পার্কস্ট্রিট-সহ শহরের বিভিন্ন জায়গায় থাকা হোটেলে খোঁজখবর নিতে হানা দিল কলকাতা পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের পরেই সতর্ক লালবাজার।
  • সমস্ত থানাকে সতর্ক থাকার নির্দেশ।
  • পার্কস্ট্রিট-সহ শহরের একাধিক হোটেলে হানা দিল পুলিশ।
Advertisement