shono
Advertisement

Breaking News

Firhad Hakim

কলকাতায় নতুন জলপ্রকল্প, '২৫ বছর পরেও পানীয়ের সমস্যা থাকবে না', জানালেন ফিরহাদ

কোথায় হবে জলপ্রকল্প?
Published By: Sayani SenPosted: 12:59 PM Jan 30, 2026Updated: 01:06 PM Jan 30, 2026

গোটা রাজ্যের উন্নয়নই লক্ষ্য সরকারের। জেলায় জেলায় রাস্তাঘাট থেকে পানীয় জল সরবরাহে তেমন কোনও সমস্যা নেই। জলের সমস্যায় যাতে সুদূর ভবিষ্যতে কলকাতাবাসীকেও ভুগতে না হয় তাই নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। গার্ডেনরিচের ময়লা ডিপোতে হবে জলপ্রকল্প। সুখবর জানান খোদ মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

Advertisement

বৃহস্পতিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ছিল। প্রশ্নোত্তর পর্বে ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে কলকাতার পানীয় জল সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করেন। তার জবাবে ফিরহাদ জানান, গার্ডেনরিচের ময়লা ডিপোতে হবে জলপ্রকল্প। মেয়র নিজে জলপ্রকল্পের জন্য ওই জমিটিকে নির্বাচন করেছেন। এই জলপ্রকল্পের ৪০ মিলিয়ন গ্যালন জল উৎপাদন হবে। রাজ্য সরকারের কাছে কলকাতা পুরসভার তরফে এই প্রকল্পের জন্য অনুমতি চাওয়া হয়েছে। নবান্নের সবুজ সংকেত পেলে শুরু হবে কাজ। আর এই জলপ্রকল্প বাস্তবায়িত হওয়ার পর আগামী ২৫ বছরেও কলকাতায় জলসমস্যা দেখা যাবে না।


গার্ডেনরিচের ময়লা ডিপোতে হবে জলপ্রকল্প। ৪০ মিলিয়ন গ্যালন জল উৎপাদন হবে। রাজ্য সরকারের কাছে কলকাতা পুরসভার তরফে এই প্রকল্পের জন্য অনুমতি চাওয়া হয়েছে। নবান্নের সবুজ সংকেত পেলে শুরু হবে কাজ। 

 

বলে রাখা ভালো, কলকাতায় ক্রমশ কমছে বাড়ির সংখ্যা। গলিঘুঁজিতেও গজিয়ে উঠছে বহুতল। ফলে শহরবাসীর জলের চাহিদা দিন দিন বাড়ছে। এই মর্মে কাউন্সিলর বিশ্বরূপ দে উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্পের সাহায্যে ভূগর্ভস্থ জল তোলার বন্দোবস্ত নিয়ে প্রশ্ন তোলেন। আদৌ পুরসভা এই বিষয়টিতে খেয়াল রাখছে কিনা, তা জানতে চান কাউন্সিলর। এই বিষয়টিতে কলকাতা পুরসভা কড়া নজর রেখেছে বলেই জানান মেয়র ফিরহাদ হাকিম। মেয়রের দেওয়া জলপ্রকল্প তৈরির সুখবরে খুশি কলকাতাবাসী। কবে বাস্তবায়িত হয় ওই জলপ্রকল্প, সেটাই এখন দেখার। বলে রাখা ভালো, কলকাতায় গার্ডেনরিচ জলপ্রকল্প রয়েছে। তার আওতাধীন কালীঘাট, রানিকুঠি, বাঁশদ্রোণী, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, গান্ধী ময়দান, সেনপল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, মেটিয়াবুরুজ ও শকুন্তলা পার্ক বুস্টার পাম্পিং স্টেশন। এই পাম্পিং স্টেশনগুলি থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ করা হয়। আর মাত্র কয়েকমাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ফিরহাদের দেওয়া জলপ্রকল্পের সুখবর যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement