shono
Advertisement

Breaking News

Amit Shah to Visit West Bengal

উত্তুরে গড়ে ধস, দক্ষিণে সংগঠন ছন্নছাড়া! ভোটের বাংলায় পদ্ম ফোটাতে শুক্রে ফের 'শাহী' সফর

এক মাসের মধ্যেই ভোটমুখী বাংলায় ফের শাহর সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
Published By: Sayani SenPosted: 09:22 AM Jan 30, 2026Updated: 01:37 PM Jan 30, 2026

বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের পর আবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার রাতেই কলকাতায় পা রাখবেন শাহ। এক মাসের মধ্যেই ভোটমুখী বাংলায় ফের শাহর সফর (Amit Shah to Visit West Bengal) নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তবে কোনও জনসভা নয়, কর্মী বৈঠকেই বেশি জোর দিচ্ছে বিজেপি। পরীক্ষার মরশুমে নবীনের পর শাহ এসেও কর্মিসভা করবেন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, "দু'টি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক রয়েছে। একটি বারাসতে, অন্যটি শিলিগুড়িতে।"

Advertisement

কলকাতায় এসে শুক্রবার রাতে নিউটাউনের হোটেলে দলের কোর কমিটির বৈঠক করবেন শাহ। পরদিন, অর্থাৎ শনিবার সকালে বারাসতের কর্মী সম্মেলন হবে বারাকপুরের আনন্দপুরী মাঠে। তারপর বিকেলে শিলিগুড়িতে কর্মী সম্মেলনে যোগ দেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই কোর কমিটির বৈঠকে দলের রণকৌশল নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। পাশাপাশি ২৯৪টি বিধানসভা আসনের প্রার্থী তালিকা নিয়েও আলোচনা করবেন শাহ। আর বারাকপুর ও শিলিগুড়ির কর্মিসভা থেকে রাজনৈতিক বার্তা দেবেন দলের কর্মীদের উদ্দেশে। এদিকে, বঙ্গ বিজেপির ইস্তাহার কমিটি ইতিমধ্যেই গড়া হয়েছে প্রাক্তন বিধায়ক তাপস রায়কে মাথায় রেখে। সেই ইস্তাহার কমিটির বৈঠকও আজ রয়েছে। তবে রাতে দলের কোর কমিটির বৈঠকে বাংলায় দলের নির্বাচনী ইস্তাহারে কোন কোন বিষয় থাকবে, কী প্রতিশ্রুতি দেওয়া হবে তার বিস্তারিত ঠিক করে দেবেন অমিত শাহই।

রাজ্যে পরীক্ষার মরশুমে কর্মিসভাতেই জোর দিচ্ছে বিজেপি। তাই শাহর এই সফর পুরোপুরি সাংগঠনিক। শিলিগুড়িতেও কর্মি সম্মেলনের পাশাপাশি উত্তরবঙ্গের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করার কথা রয়েছে তাঁর। এদিকে, শাহের সফর ঘিরে তৎপর প্রশাসন। বৃহস্পতিবার বারাকপুর আনন্দপুরী মাঠ পরিদর্শনে গিয়েছিলেন পুলিশ কর্তারা। নিরাপত্তা ও প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখা হয়। একই সঙ্গে মাঠে হাজির হন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে দলের সংগঠনকে চাঙ্গা করা, রাজ্য থেকে একেবারে বুথস্তর পর্যন্ত নেতৃত্বের মধ্যে সমন্বয় ফেরানো এসব নিয়েই বৈঠক করবেন অমিত শাহ। কলকাতায় থাকার সময় রাজ্য, জেলা ও মণ্ডল স্তরের একাধিক নেতার সঙ্গে আলাদা বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে খবর। কোন নেতার উপর কী দায়িত্ব বাড়বে, নির্বাচনী কমিটি তৈরি করবেন কি না, প্রচারের ভাষ্য ও কৌশল কী হবে- এইসব নিয়েও অমিত শাহর দলীয় বৈঠক থেকে বার্তা মিলবে বলে মনে করা হচ্ছে।

শুক্রবার রাত ৮টা ০৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামবে শাহর বিমান। রাত ৯টা থেকে নিউটাউনের হোটেলে দলের কোর কমিটির বৈঠক শুরু হবে। শনিবার সকাল ১১টায় বারাকপুরে কর্মী-সম্মেলন। তারপর দুপুর দুটোর সময় কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সাড়ে তিনটে নাগাদ বাগডোগরায় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মাঠে সাংগঠনিক বৈঠক। তারপর শনিবার বিকেল সাড়ে চারটের সময় বাগডোগরা থেকে বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেবেন শাহ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement