সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের মহিলা শাখা লেডিস স্টাডি গ্রুপ (Ladies Study Group) আয়োজন করল এক অসাধারণ সম্মেলনের। ‘গ্রোয়িং লিগ্যাসিস’ নামের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. সঞ্জীব গোয়েঙ্কা। পুরষ্কার বিজয়ী সাংবাদিক রাহুল শিবশংকর ও লেডিজ স্টাডি গ্রুপের সভাপতি ভাবনা আগরওয়ালের তাঁর কথোপকথনই ছিল এই অনুষ্ঠানের আকর্ষণ।
প্রসঙ্গত, গোয়েঙ্কা পরিবারের (Goenka Family) ঐতিহ্য ২০০ বছরের। দুই শতাব্দী ধরে ব্যাঙ্কিং, বস্ত্র, চট, চা, টায়ার, বিদ্যুতের মতো নানা ক্ষেত্রে তাঁদের ব্যবসা প্রসারিত হয়ে চলেছে। ২০১১ সালে স্থাপিত আরপিএসজি গ্রুপ কাজ করেছে বিদ্যুৎ, ক্রীড়া, শিক্ষা, নির্মাণের মতো নানা ক্ষেত্রে। ২০১১ সালে সংস্থার সম্পদ ছিল ৪ হাজার কোটি টাকার। এখন তা বেড়ে হয়েছে ৫৪ হাজার কোটি টাকা। ঐতিহ্যের এই সম্প্রসারণ নিয়েই এদিন কথা বলেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)।
[আরও পড়ুন: আমেরিকার নাইট ক্লাবে ঢুকতে বাধা, বাইরে ঠান্ডায় জমে মৃত ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া]
কোন মন্ত্রে এই সাফল্য? আয়ুর্বেদ থেকে আইপিএল, শিক্ষাক্ষেত্র থেকে আধুনিক চিকিৎসাবিজ্ঞান ও রসায়ন, বিভিন্ন শাখায় ব্যবসার বিস্তার প্রসঙ্গে সঞ্জীব জানাচ্ছেন, তাঁরা ৩ বছরের টার্গেট সামনে রেখে এগোন, ৫-১০ বছরের নয়। কেননা প্রযুক্তি থেকে মানব সম্পদ এবং অবশ্যই নীতি, সবই দ্রুত বদলে যেতে থাকে। তাই লক্ষ্য ও কৌশল প্রতিনিয়ত পরিবর্তিত হওয়া দরকার। তাঁর মন্তব্য, ”বড় সাফল্য আসে সহজ আইডিয়া থেকেই।” আগামী চার বছরে তাঁদের সংস্থা যে কলেবরে আরও বৃদ্ধি পেতে চলেছে, সেকথাও এদিন বলেন তিনি।
আলোচনায় সঞ্জীব পরিষ্কার করে দেন, তিনি মেধায় বিশ্বাসী। এবং আগামী প্রজন্মের দক্ষতা নিয়ে বিশেষ আশাবাদী। সাফল্য ও নেতৃত্ব, তাঁর মতে মেধা ও যোগ্যতানির্ভর হওয়া উচিত।
সমাজতান্ত্রিক সমাজে পুঁজিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্নের জবাবে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, তিনি নিজের সামাজিক দায়িত্বের ক্ষেত্রে বিবেকের কাছে দায়বদ্ধ। এ বিষয়ে জনমত নিয়ে ভাবিত নন। পাশাপাশি নিজের পরিবারের থেকে যে অনর্গল সমর্থন পেয়েছেন তা নিয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে মা ও স্ত্রীর কথা বলেন তিনি। বলেন নিজের নাতি-নাতনিদের কথা। তারা যে তাঁর কাছে অনাবিল আনন্দের উৎস সেকথাও উল্লেখ করেন। ব্যবসার ক্ষেত্রে স্বাধীন চিন্তাভাবনা, ইগোকে সরিয়ে যুক্তিনির্ভর চিন্তাভাবনার উপরে বিশেষ জোর দিতে দেখা যায় তাঁকে।
[আরও পড়ুন: রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে ভারতীয়রা! অবশেষে মানল মোদি সরকার]
উপভোগ্য এই আলোচনার মাঝেই ভাবনা আগরওয়ালকে বলতে শোনা যায়, ”যদি আপনি এমন কোনও ঐতিহ্য সৃষ্টি করে থাকেন, যা অন্যদের অনুপ্রাণিত করবে, স্বপ্ন দেখাবে, শেখাবে আরও বেশি কিছু করে উঠতে, সেক্ষেত্রে বলতেই হবে আপনি একজন অসাধারণ নেতা।” এভাবেই ড. গোয়েঙ্কার ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা দিকই উঠে আসে এদিনের আলোচনাসভায়।