সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রথম সারির অন্যতম রিটেল চেন মেট্রো রিটেল প্রাইভেট লিমিটেডের ইউনিট এম বাজার সাফল্যের সঙ্গে আয়োজন করল আন্তঃ অফিস ক্রিকেট প্রতিযোগিতা। বুধবার অর্থাৎ ৮ জানুয়ারি দিনভর ব্যাট-বলের লড়াইয়ে মাতেন সংস্থার কর্মীরা।
এই প্রতিযোগিতার আয়োজন করেছিলেন সংস্থার চিফ ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় সারাফ। এছাড়াও বোর্ড অফ ডিরেক্টর্সের সদস্য মনমোহন আগরওয়াল, শুভম সারাফ, অনুজ সারাফরাও ছিলেন প্রতিযোগিতা আয়োজনের পুরোভাগে। গোটা প্রতিযোগিতা জুড়েই ব্যাট ও বলের হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। শেষপর্যন্ত শুভন সারাফের নেতৃত্বাধীন 'লায়ন ফোর্স' জয়লাভ করে। সেরা ব্যাটসম্যান, সেরা বোলার ও প্রতিযোগিতার সেরা খেলোয়াড়কেও পুরস্কৃত করা হয়েছে।
পরে সঞ্জয় সারাফকে বলতে শোনা যায়, ''এই প্রতিযোগিতা আসলে আমাদের সংগঠনের মূল পরিচালক ঐক্য ও শক্তির উদাহরণ। আমাদের কর্মীদের একত্রিত হতে দেখাটা সত্যিই অনুপ্রেরণামূলক। কর্মক্ষেত্রের বাইরেও তাঁরা বন্ধন গড়ে তুলেছিলেন। আমরা আমাদের দলের জন্য এই ধরনের আকর্ষণীয় সুযোগ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।'' সেই সঙ্গেই তিনি জানান, তাঁর আশা ভবিষ্যতেও এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে। যার মাধ্যমে দলগত কর্মকাণ্ডকে উৎসাহিত করে প্রতিষ্ঠানের প্রাণবন্ত কর্মসংস্কৃতিকে শক্তিশালী করা সম্ভব হবে।