নিরুফা খাতুন: ফের রাতে বন্ধ থাকছে মা ফ্লাইওভার! রাতে সেতুর রক্ষণাবেক্ষণের কাজ হবে। সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে এই বার্তা এসেছে। ইএম বাইপাসের সঙ্গে কলকাতার একটা অংশের যোগাযোগের ক্ষেত্রে এই মা ফ্লাইওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সম্পূর্ণ বন্ধ হচ্ছে না এই সেতু।
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ফ্লাইওভারের রাস্তায় কাজ হবে। প্রতি রাতে এই রক্ষণাবেক্ষণের কাজ হবে। সেজন্য রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত ওই অংশের সেতু ও রাস্তা বন্ধ থাকবে। ফলে সেখান থেকে কোনও গাড়ি চলাচল করবে না। রাতে কেএমডিএর পক্ষ থেকে ওই সেতুর রক্ষণাবেক্ষণের কাজ হবে। কিন্তু কত দিন এই কাজ চলবে? সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। আপাতত প্রতি রাতে ওই অংশ বন্ধ থাকবে। সেই বার্তাই দেওয়া হয়েছে।
এজেসি বোস-মা ফ্লাইওভারের থেকে ইএম বাইপাসে যেতে হলে, গাড়িগুলিকে আপাতত সেভেন পয়েন্ট ক্রসিং, দরগা রোড, চার নম্বর ব্রিজ, পিসি কানেক্টরের রাস্তা ধরতে হবে। দিনের বেলা যান চলাচলে কোনও নিয়ন্ত্রণ থাকছে না বলেই খবর। মা উড়ালপুলে একাধিক দুর্ঘটনা ঘটছে। তা নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তিত প্রশাসন। সম্প্রতি নগরপাল মনোজ ভার্মাও মা ফ্লাইওভারের দুর্ঘটনা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন। উড়ালপুলের যান্ত্রিক দিক খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। এরপরই মা উড়ালপুলে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
যদিও বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মা উড়ালপুলে বাইক যাতায়াতের উপর নিষেধাজ্ঞা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মা ফ্লাইওভার, এজেসি বোস রোডে ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগ বেঁধে দিতে হবে। সেই কথা জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ধমকের পরই মা উড়ালপুলে ফের রাতে বাইক চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়।