shono
Advertisement
Mamata Banerjee

বড়বাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুলিশ, দমকল, প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 
Published By: Tiyasha SarkarPosted: 12:33 PM Apr 30, 2025Updated: 04:21 PM Apr 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়বাজার অগ্নিকাণ্ডে (Burrabazar Fire) ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, আহতদের পরিবার পিছু দেওয়া হবে ৫০ হাজার টাকা। পাশাপাশি পুলিশ, দমকল, প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

Advertisement

 

মঙ্গলবার সন্ধ্যায় বড়বাজারের মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুর চেষ্টা করেন কর্মীরা। জানা যাচ্ছে, হোটেলে কমপক্ষে ৪২ টি ঘর ছিল। অধিকাংশতেই ছিল না জানলা। ফলে ধোঁয়ায় বাড়ে বিপত্তি। একদিকে ভিতরে থাকা আবাসিকরা আটকে পড়েন। অন্যদিকে, দমকলকর্মীদের ভিতরে প্রবেশে হিমশিম দশা হয়। প্রায় আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাইড্রোলিক ল্যাডার দিয়ে ২৫ জনকে উদ্ধার করা হয়। এদিকে আতঙ্কে একজন কার্নিশ থেকে ঝাঁপিয়ে দিয়ে নামার চেষ্টা করেন। পড়ে মৃত্যু হয় তাঁর। এরপর দমবন্ধ হয়ে মৃত্যু হয় আরও ১৩ জনের। জখম ১২ জন। বর্তমানে জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে দিঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে সেখান থেকেই পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। 

বুধবার সকালে এক্স  হ্য়ান্ডেলে মৃতদের পরিবারকে সমবেদনা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, “আমি উদ্ধারকাজ মনিটর করেছি। গোটা রাত উদ্ধারকাজ চলেছে। দাহ্য পদার্থ মজুত থাকায় এতটা ভয়াবহতা। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।” এরপরই আর্থিক সাহায্য ঘোষণা করলেন তিনি। জানিয়েছন, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। আহতদের পরিবার পিছু দেওয়া হবে ৫০ হাজার টাকা। এদিন পুলিশ, দমকল, প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, পুলিশ-প্রশাসনের তৎপরতায় ৯৯ জনকে উদ্ধার করা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বড়বাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য।
  • মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
  • এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, আহতদের পরিবার পিছু দেওয়া হবে ৫০ হাজার টাকা।
Advertisement