সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একধাক্কায় ৭৪৮টি ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে বর্ধিত দাম প্রত্যাহারের আর্জিও জানালেন। পাশাপাশি প্রতিবাদী কর্মসূচিরও ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো। আগামী ৪ এবং ৫ এপ্রিল ব্লকে-ব্লকে, ওয়ার্ডে-ওয়ার্ডে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তিনি। বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত চলবে কর্মসূচি। মমতার কথায়, "এখন প্রতিবাদ না করলে স্বাস্থ্য পরিষেবা হাতের বাইরে বেরিয়ে যাবে।"
সম্প্রতি ক্যানসার, হৃদরোগ-সহ প্রায় সাড়ে সাতশো ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। স্বাভাবিকভাবে যার ফলে সমস্যায় পড়েছে আমজনতা। এর প্রতিবাদে পথে নামছে তৃণমূল। এ প্রসঙ্গে বুধবার নবান্ন থেকে মমতা জানান, ওষুধের দামবৃদ্ধি নিয়ে তিনি শঙ্কিত, দুঃখিত এবং চিন্তিত। তাঁর কথায়, "স্বাস্থ্যই সম্পদ। তাই রাজ্য সরকার স্বাস্থ্যসাথী থেকে ন্যায্যমূল্যের ওষুধের দোকান করেছি। বিনামূল্যে চিকিৎসা, ওষুধ দিতে গিয়ে রাজ্য সরকারের প্রচুর টাকা খরচ হয়।" মমতার অভিযোগ, "স্বাস্থ্যবিমার উপর জিএসটি চাপাচ্ছে কেন্দ্র সরকার। এর প্রতিবাদে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলাম আমি।"
কোন ওষুধের কত শতাংশ দামবৃদ্ধি হয়েছে, তা বিস্তারিতভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,, "আমি শকড। মানুষ কীভাবে চিকিৎসা করাবে? এক শতাংশ মানুষ, যারা কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করতে পারেন, শুধুই কি তাদের জন্যই সরকার চলবে? আমি এর তীব্র প্রতিবাদ করছি। বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানাচ্ছি।" প্রতিবাদে পথে নামছে তৃণমূল।
দলীয় সুপ্রিমো জানান, ৪ এবং ৫ এপ্রিল, শুক্র এবং শনিবার বেলা চারটে থেকে পাঁচটা, একঘণ্টা প্রতি ওয়ার্ডে-ওয়ার্ডে, প্রতি ব্লকে-ব্লকে প্রতিবাদ কর্মসূচি হবে। যেখান থেকে প্রশ্ন তোলা হবে, ওষুধের দাম বাড়ছে কেন? মানুষের স্বাস্থ্য বিঘ্নিত কেন? মানুষের স্বাস্থ্য কেড়ে নেওয়া হচ্ছে কেন? সুস্থ থাকতে আর কত দাম দিতে হবে? সাধারণ মানুষকেও নিজের মতো করে প্রতিবাদের আহ্বান জানান মমতা। তাঁর কথায়, "এখন প্রতিবাদ না করা হলে কেন্দ্রের স্বৈরাচারী সিদ্ধান্তে স্বাস্থ্য পরিষেবা হাতের বাইরে বেরিয়ে যাবে।" কেন্দ্রকে বিঁধে তৃণমূল নেত্রীর প্রশ্ন, আর কত টাকা পেলে জুমলা পার্টির জুমলা বন্ধ হবে? বিষয়টি নিয়ে সংসদে তৃণমূলের সাংসদদেরও সরব হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।