shono
Advertisement
Mamata Banerjee On SIR

'এসআইআর থামান', বিএলওদের 'দুর্দশা'র কথা উল্লেখ করে কমিশনকে চিঠি মমতার

এসআইআর প্রক্রিয়া থামানোর দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী।
Published By: Kousik SinhaPosted: 03:46 PM Nov 20, 2025Updated: 05:03 PM Nov 20, 2025

মলয় কুণ্ডু: এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee On SIR)। বিএলওদের দুর্দশা এবং অপর্যাপ্ত পরিকাঠামোর কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর বক্তব্য, নির্দিষ্ট সময়ের মধ্যে এহেন গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়। ভুলভ্রান্তির সম্ভাবনা থাকবে। সাধারণ মানুষ ভুক্তভোগী হবেন বলেও চিঠিতে উল্লেখ প্রশাসনিক প্রধানের। একইসঙ্গে জাতীয় নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে সিইও দপ্তরকেও একহাত নেন তিনি। মুখ্যমন্ত্রী লিখেছেন, এই পরিস্থিতিতে সাহায্য না করে কিংবা সময়সীমা না বাড়িয়ে কলকাতার সিইও দপ্তর 'ভয়' দেখাচ্ছে। বিএলওদের শোকজ করা হচ্ছে। এমনকী কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রীর। তাঁর দাবি, গ্রাউন্ড রিয়্যালিটি বুঝতে অস্বীকার করছে কমিশন।

Advertisement

এসআইআর প্রক্রিয়ায় বিপুল কাজের চাপে ইতিমধ্যে রাজ্যে এক বিএলও মৃত্যুর অভিযোগ উঠেছে। আরও একাধিক বিএলও অসুস্থ বলে খবর। এছাড়া প্রক্রিয়া শুরু হওয়া ইস্তক প্রায় প্রতিদিনই রাজ্যের কোনও না কোনও প্রান্ত থেকে আতঙ্কে আত্মহত্যার ঘটনা ঘটছে। স্বাভাবিকভাবেই একের পর এক ঘটনায় উদ্বেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে আগেই সমাজ মাধ্যমে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সে কথা উল্লেখ করে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী।

চিঠিতে তিনি আরও লিখছেন, বাংলায় এসআইআর পরিস্থিতি উদ্বেগজনক জায়গায় পৌঁছে গিয়েছে। যেভাবে আধিকারিক থেকে শুরু করে সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তা খুবই বিপজ্জনক। তবে বিএলওদের যে সবথেকে বেশি চাপের মধ্যে কাজ করতে হচ্ছে তাও চিঠিতে তুলে ধরেন প্রশাসনিক প্রধান। শুধু তাই নয়, পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব থেকে শুরু করে একাধিক বিষয়কেও চিঠিতে তুলে ধরেন তিনি।

মুখ্যমন্ত্রীর আশঙ্কা, প্রবল চাপে যেভাবে বিএলওরা কাজ করছেন তাতে ৪ ডিসেম্বরের মধ্যে সমস্ত বিধানসভার ভোটারদের ডেটা আপলোড করা সম্ভব কিনা। শুধু তাই নয়, চরম চাপের মুখে ভুল বা অসম্পূর্ণ ফর্ম জমা পড়তে পারে। শুধু তাই নয়, এক্ষেত্রে প্রকৃত ভোটারদের ভোটাধিকার বঞ্চিত হতে পারে বলেও চিঠিতে উল্লেখ। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে এসআইআর প্রক্রিয়া যাতে স্থগিত করা হয় সেই আবেদনও রাখেন্ কমিশনকে লেখা চিঠিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বিএলওদের দুর্দশা এবং অপর্যাপ্ত পরিকাঠামোর কথা উল্লেখ।
  • কলকাতার সিইও দপ্তরকেও একহাত নেন প্রশাসনিক প্রধান।
Advertisement