shono
Advertisement

Breaking News

Mamata Banerjee Slams BJP

'কত দশক সিনেমা করছে, তাকেও ডেকেছে', SIR নোটিসে দেবের পাশে দাঁড়িয়ে বিজেপিকে হুঙ্কার মমতার

Dev's SIR Hearing: সূত্রের খবর, আগামী ১৪ জানুয়ারি কাটজুনগর স্বর্ণময়ী স্কুলে এসআইআর শুনানিতে যাবেন দেব।
Published By: Sayani SenPosted: 06:12 PM Jan 09, 2026Updated: 07:06 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটমুখী বাংলায় এসআইআর নিয়ে তোলপাড়। সাধারণ মানুষের মতো এসআইআর শুনানির নোটিস পেয়েছেন অমর্ত্য সেন, জয় গোস্বামী, দেবের মতো হেভিওয়েটরাও। হাজরার প্রতিবাদ সভামঞ্চে ঘাটালের তারকা সাংসদ দেবের পাশে দাঁড়িয়ে এসআইআর নোটিস নিয়ে বিজেপিকে তীব্র হুঙ্কার মমতার।

Advertisement

বৃহস্পতিবার তৃণমূলের ভোটকৌশলী সংস্থা আইপ্যাকের সল্টলেকের অফিস এবং তার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটে বাড়িতে তল্লাশি চালায় ইডি। দাবি, কয়লা দুর্নীতির তদন্তে শুক্রবার যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিল করেন মমতা। ওই মিছিল শেষে হাজরায় সভা করেন তিনি। ওই সভামঞ্চে ছিলেন দেবও। তাঁর পাশে দাঁড়িয়ে তিনি বলেন, "অমর্ত্য সেন বরবাদ, বাংলার গর্ব জয় গোস্বামী বরবাদ, এই যে দেব বসে আছে। কত দশক ধরে সিনেমা করছে তাকেও ডেকেছে। ৩ বারের এমপি। ছিঃ! লজ্জা, লজ্জা। ধিক্কার, ধিক্কার, ধিক্কার।" 

বলে রাখা ভালো, গত ২০০৬ সালে সিনেদুনিয়ায় কাজ শুরু করেন দেব। রচনার সঙ্গে 'অগ্নিশপথ' ছবিতে আত্মপ্রকাশ তাঁর। সে ছবি অবশ্য মুখ থুবড়ে পড়েছিল। পরের বছর পায়েল সরকারের সঙ্গে জুটি বেঁধে 'আই লাভ ইউ' ছবিতে কাজ। তারপর আর পিছু ফিরে চাইতে হয়নি তাঁকে। দেব ম্যাজিকে মুগ্ধ হয়ে যান অনুরাগীরা। সেই জাদুতেই আজও অগণিত অনুরাগীর 'ঘরের ছেলে' হয়ে গিয়েছেন তিনি। ২০১৪ সালে রাজনৈতিক ইনিংস শুরু করেন। ঘাটালের তিনবারের সাংসদ তিনি। সেই দেবকেই এসআইআর নোটিস দেওয়া হয়েছে। সূত্রের খবর, আগামী ১৪ জানুয়ারি দেব এবং ২০ জানুয়ারি মহম্মদ শামি কাটজুনগর স্বর্ণময়ী স্কুলে এসআইআর শুনানিতে যাবেন।   

বিজেপিকে তাঁর বার্তা, "ভোটের সময় আসলে নাড়ু বানিয়ে রাখব। তিলের নাড়ু, ক্ষীরের নাড়ু, মুড়ির নাড়ু, চিঁড়ের নাড়ু। আর বাংলার মা-বোনেরা রাখবেন ঝাড়ু। ঝাঁটা মারতে হবে। মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর গান মনে পড়ে গেল।" এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। সেই তালিকা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন মমতা। বলেন, "চূড়ান্ত তালিকা যখন বেরবে আপনি জানেন না কী হবে। মহিলা বাদ। তরুণের প্রজন্মের কী হবে জানি না। বলছে ফর্ম ৬ ফিল আপ করুন। ভিতরে ভিতরে বলছে ৪ না ফিল আপ করলে নাম বাদ যাবে।" মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এদিনের মঞ্চ থেকে আরও একবার 'ভ্য়ানিশ কুমার' কটাক্ষও করেন। মমতার তোপ, "ভ্যানিশবাবু ১.৫ কোটি ভোট কাটার ক্ষমতা নিয়ে এসেছেন, সবার নাম কেটে ভোটে বিজেপিকে জেতাতে চান।" আসন্ন বিধানসভা নির্বাচনে চ্যালেঞ্জ ছুড়ে মমতার হুঁশিয়ারি, "ছাব্বিশে আমাদের নয়, তোমাদের পতন হবে। তোমাদের পতন শুরু হয়ে গিয়েছে। দিল্লিতে বিজেপি সরকার থাকবে না, থাকবে না, থাকবে না।"  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • SIR নোটিসে দেবের পাশে দাঁড়িয়ে বিজেপিকে হুঙ্কার মমতার।
  • তিনি বলেন, "কত দশক সিনেমা করছে, তাকেও ডেকেছে।"
  • "ছাব্বিশে আমাদের নয়, তোমাদের পতন হবে", চ্যালেঞ্জ মমতার।
Advertisement