shono
Advertisement
Mamata Banerjee

'প্রতীককে ফোন করেছিলাম, ধরেনি বলে ছুটে গেলাম', ইডি হানার নেপথ্য কাহিনি শোনালেন মমতা

ED Raid: বৃহস্পতিবার সকাল ৬টায় প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে যায় ইডি।
Published By: Sucheta SenguptaPosted: 05:43 PM Jan 09, 2026Updated: 06:32 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপ্যাকের দপ্তর এবং কর্ণধারের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি নিয়ে গত ২৪ ঘণ্টা ধরেই সরগরম রাজ্য রাজনীতি। অনৈতিকভাবে এই তল্লাশির অভিযোগ তুলে শুক্রবার খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী পথে নেমেছে শাসকদল। এদিন যাদবপুর এইট বি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করে সেখানে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই ইডি হানার নেপথ্য কাহিনি শোনালেন তিনি। কোন পরিস্থিতিতে তল্লাশি, কেন মমতা নিজে ছুটে যান, সবটাই খুলে বললেন হাজরার এই জনসভা থেকে।

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ''আমি খবরটা শুনে প্রথমে ভেবেছিলাম, ওরা এসেছে কিছু জানতে বা কিছু দেখতে। আমি প্রতীককে ফোন করলাম। দেখলাম, ওর ফোন বেজে গেল, ফোনটা ধরল না। তখন আমার মনে হল, আমাদের দলের নথিপত্র নিয়ে চলে যাচ্ছে না তো? আইপ্যাক এখন আমাদের দলের পরামর্শদাতা সংস্থা, ভোট স্ট্র্যাটেজিও ওরাই দেখে। আমি তড়িঘড়ি গেলাম। আরে তোমরা তো এসেছ সকাল ৬টায়, আমি গিয়েছি যখন ১২টা বাজে। এতক্ষণে তো সব নিয়ে চলে গিয়েছ! এসআইআরের তথ্য, ভোটারদের তথ্য, বিএলএ-দের নাম, ফোন নম্বর - এসব চুরি করতে এসেছিলে তোমরা।''

এরপরই মমতার হুঙ্কার, ''তুমি খুন করতে এলে আত্মরক্ষার অধিকার আছে আমাদের। চোরের মতো এসেছিলে কেন? সব তথ্য আমার অফিস থেকে চুরি করতে চাইছিলে। এসআইআরের তথ্য, ভোটারের তথ্য, বিএলএ-দের তথ্য। দলের চেয়ারপার্সন হিসেবে আমি ওখানে গিয়েছি। যা করেছি, কোনও অন্যায় করিনি।'' আসলে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়ি এবং সল্টলেকে আইপ্যাকের অফিসে যাওয়ার পর ইডি তাঁর বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছিল। এদিন প্রতিবাদ সভা থেকে তারই উত্তর দিলেন মুখ্যমন্ত্রী। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে বৃহস্পতিবার ইডি হানা।
  • কোন পরিস্থিতিতে তল্লাশি, কেন মমতা নিজে ছুটে গিয়েছিলেন, সবটা খুলে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • তাঁর সাফ বক্তব্য, 'দলের চেয়ারপার্সন হিসেবে আমি ওখানে গিয়েছি। যা করেছি, কোনও অন্যায় করিনি।'
Advertisement