সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনদায়ী ওষুধ, পেট্রল-ডিজেলের পর এবার রান্নার গ্যাসের দাম বাড়াল কেন্দ্রের মোদি সরকার। আর এই ক্রমাগত মূল্যবৃদ্ধির চাপে নাভিশ্বাস উঠেছে আমজনতার। কেন্দ্রের এই 'জনবিরোধী' নীতির বিরুদ্ধে এবার সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ভারতীয়দের পকেট কাটছে কেন্দ্র। মানুষকে শেষ সম্বলটাও শুষে নেওয়াই তাদের লক্ষ্য।
একাধাক্কায় ৫০ টাকা বেড়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় ১৪.২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৮৭৯ টাকা। কোপ পড়েছে ভরতুকিযুক্ত গ্যাস বা উজ্জ্বলা যোজনার গ্যাসেও। দাম বেড়ে হয়েছে ৫৫৩ টাকা। এনিয়ে সোমবার এক্স হ্যান্ডেলে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা। লিখেছেন, 'মোদি সরকারের বিকাশের প্রকৃত অর্থ ভারতীয়দের শেষ সম্বলটাও শুষে নেওয়া। জীবনদায়ী ওষুধ থেকে পেট্রল-ডিজেল, রান্নার গ্যাসের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীকে ধীরে ধীরে মহার্ঘ হয়ে উঠছে।'
কেন্দ্রীয় সরকারকে বিঁধে তাঁর আরও সংযোজন, 'মধ্যবিত্ত পরিবারগুলির সঞ্চয় ডুবছে, ধারের বোঝা বাড়ছে। এমন অবস্থায় কেন্দ্রের সরকার পরিবারগুলির সংসার খরচের উপর চাপ বাড়াচ্ছে। বিজেপি কেন্দ্রে সরকার চালাচ্ছে না, আমজনতার পকেট কাটছে।' সঙ্গে তৃণমূলের নেত্রীর পুরনো খোঁচা দেওয়া স্লোগানও পোস্ট করা হয়েছে- 'বাহবা নন্দলাল, হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল।'
উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগেই জীবনদায়ী বহু ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্র সরকার। বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন মমতা। সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনারও আরজি জানান। তারপরেও কাজ হয়নি। এর মধ্যে একই দিনে পেট্রল-ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়াল কেন্দ্র সরকার। মধ্যবিত্তের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের একের পর এক জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।