shono
Advertisement
Mamata Banerjee

ডিসেম্বরেই নিউটাউনে ভিতপুজো দুর্গাঙ্গনের, দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

নিউটাউনে হিডকোর তত্বাবধানে তৈরি হবে দুর্গাঙ্গন।
Published By: Sucheta SenguptaPosted: 05:38 PM Dec 02, 2025Updated: 08:04 PM Dec 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেন্ডারের কাজ শেষ। প্রাথমিক ধাপ শেষের পর এবার ভিত তৈরির পালা। চলতি মাসেই নিউটাউনে মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত দুর্গাঙ্গনের ভিতপুজো হয়ে যাবে। মঙ্গলবার নবান্নে গত ১৫ বছরের খতিয়ান দিতে গিয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভিতপুজো মিটে গেলেই দুর্গাঙ্গন তৈরির কাজ শুরু হয়ে যাবে। নিউটাউনে হিডকোর তত্ববধানে তৈরি হবে দুর্গাঙ্গন। এর জন্য ধার্য করা হয়েছে প্রায় ২৬১ কোটি ৯৯ লক্ষ টাকা।

Advertisement

বছর তিন আগে দুর্গাপুজো ইউনেস্কোর 'ওয়ার্ল্ড ইনট্যানজিবেল হেরিটেজ' তকমা পাওয়ার পর চলতি বছরের ২১ জুলাই শহিদ দিবসে ধর্মতলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নিউটাউনে দুর্গাঙ্গন তৈরি হবে। সেইমতো কাজও শুরু হয়ে যায়। চলতি বছরের মধ্যেই দুর্গাঙ্গন তৈরির কাজ শুরু হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হল। মঙ্গলবার নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, চলতি মাসেই ভিতপুজো হবে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও জানিয়েছেন, ডিসেম্বরে ভিতপুজো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রীর সময়মতো দিন স্থির করে পুজো হবে। তারপরই শুরু হবে দুর্গাঙ্গন তৈরির কাজ।

চলতি বছরে দিঘার জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। কয়েকমাসের মধ্যে তা দারুণ জনপ্রিয় হয়েছে। বেড়েছে আয়ও। উত্তরবঙ্গ সফরে গিয়ে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এবার দুর্গাঙ্গন তৈরির কাজ কম সময়ের মধ্যে অনেকটা এগিয়ে গেল। জানা গিয়েছে, আগস্টে দুর্গাঙ্গনের দরপত্র বা টেন্ডার আহ্বান করে হিডকো। জানানো হয়, টেন্ডার শেষে কাজ শুরুর পর ২ বছরের মধ্যে দুর্গাঙ্গন তৈরির কাজ শেষ করতে হবে। ফলে সব ঠিক থাকলে ২০২৭ সালে নিউটাউনে দুর্গাঙ্গন তৈরি হয়ে যাবে। তার আগে অবশ্য ডিসেম্বরে দুর্গাঙ্গনের ভিতপুজো কবে হয়, সেদিকে নজর থাকছেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডিসেম্বরেই দুর্গাঙ্গনের ভিতপুজো, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
  • নিউটাউনে তৈরি হচ্ছে দুর্গাঙ্গন, টেন্ডার শেষে ২ বছরের মধ্যে কাজ শেষ করা টার্গেট।
Advertisement