shono
Advertisement

কতটা দূরত্ব রেখে কেনাকাটা, জানবাজারের রাস্তায় ‘লক্ষ্মণরেখা’টেনে বুঝিয়ে দিলেন মমতা

লকডাউনের জেরে একাধিক বাজারে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর। The post কতটা দূরত্ব রেখে কেনাকাটা, জানবাজারের রাস্তায় ‘লক্ষ্মণরেখা’ টেনে বুঝিয়ে দিলেন মমতা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:05 PM Mar 26, 2020Updated: 06:14 PM Mar 30, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন জারি হয়েছে। বৃহস্পতিবার লকডাউনের দ্বিতীয় দিনেও রাজ্যের বিভিন্ন সবজি বাজারে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছেন সবাইকে, কেউ যেন আতঙ্কে হুড়োহুড়ি করে জিনিসপত্র না কেনেন। তবুও কেনাকাটার দুম লেগেছে সবার মধ্যে। এবার সটান পোস্তা বাজারে সারপ্রাইজ ভিজিটে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ কমিশনার অনুজ শর্মা-সহ সহ বাকি পুলিশ আধিকারিক এবং টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে হালহকিকত দেখলেন তিনি। পাইকারি সবজি বাজার যেন খোলা থাকে, নাহলে খুচরো ব্যবসায়ীরা সমস্যায় পড়বেন। তাই পুলিশ আধিকারিকদের নজর রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

এরপর জানবাজারে যান মুখ্যমন্ত্রী। সেখানে গ্রাহকদের হুড়োহুড়ি রুখতে এবং দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য নিজে হাতে রাস্তায় গোল করে ইট দিয়ে লক্ষ্মণরেখা টেনে দেন মমতা। যা দেখে রীতিমতো হতবাক হয়ে যান সবজি বিক্রেতারা। কীভাবে কতটা দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে গ্রাহকদের তা রাস্তায় এঁকে বুঝিয়ে দেন মমতা। এদিন তিনি পোস্তা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন মমতা। পোস্তা বাজার যেন বিকেল পাঁচটা পর্যন্ত রোজ খোলা থাকে, নির্দেশ তাঁর। দোকানে অযথা ভিড় যাতে নাহয় তা দেখার নির্দেশ দেন পুলিশকে। পাশাপাশি পাইকারি বাজারে সবজি-আনাজ যাঁরা আনেনে তাঁদের যেন ছাড় দেওয়া হয় সেই কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। পুলিশকে জানিয়েছেন, ব্যবসায়ীদের একটা পাস করে দেওয়ার জন্য। সারা রাজ্যের ক্ষেত্রে একইরকম পাস নির্ধারিত থাকবে। সেই পাস দেখালে ছাড় দেওয়া হবে রাস্তায় চলাচলে।

[আরও পড়ুন: করোনায় ঘরবন্দি জীবন, বই পড়ে-রান্না করে সময় কাটছে বঙ্গ বিজেপি নেতৃত্বের]

একইসঙ্গে তিনি পুলিশ আধিকারিক ও টাস্ট ফোর্সের সদস্যদের দেখতে বলেন যাতে, পাইকারি সবজি বাজার যেন খোলা থাকে। নাহলে খুচরো ব্যবসায়ীরা অসুবিধায় পড়বেন। ভোগান্তি হবে গ্রাহকদের। এরপর জানবাজারে যান মুখ্যমন্ত্রী। সেখানে গ্রাহকদের হুড়োহুড়ি রুখতে এবং দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য নিজে হাতে রাস্তায় গোল করে ইট দিয়ে লক্ষ্মণরেখা টেনে দেন মমতা। যা দেখে রীতিমতো হতবাক হয়ে যান সবজি বিক্রেতারা। কীভাবে কতটা দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে গ্রাহকদের তা রাস্তায় এঁকে বুঝিয়ে দেন মমতা।

[আরও পড়ুন: করোনা যুদ্ধে মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সাহায্যের হাত বাড়ালেন শহরের পুজোওয়ালারা]

The post কতটা দূরত্ব রেখে কেনাকাটা, জানবাজারের রাস্তায় ‘লক্ষ্মণরেখা’ টেনে বুঝিয়ে দিলেন মমতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement