shono
Advertisement

বাণিজ্য সম্মেলনে এবার মমতার নজর কোন দিকে?

শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ The post বাণিজ্য সম্মেলনে এবার মমতার নজর কোন দিকে? appeared first on Sangbad Pratidin.
Posted: 09:20 PM Jan 19, 2017Updated: 04:03 PM Jan 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘স্টার্ট আপ’ বা নতুন কোনও উদ্যোগ৷ ধারণাটি বেঙ্গালুরু বা দিল্লিতে বেশ জনপ্রিয় হলেও এ রাজ্যে এখনও আড় ভাঙেনি৷ কারও অধীনে চাকরি না করে, নিজের যোগ্যতা ও উদ্ভাবনী ক্ষমতার উপর ভর করে নতুন কিছু করে দেখানোই হল ‘স্টার্ট আপ’-এর মূল মন্ত্র৷ এবার রাজ্যের ‘স্টার্ট আপ’-কে উৎসাহ দিতে উদ্যোগী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, আগামিকাল থেকে শুরু হতে চলা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭-র অন্যতম আলোচ্য বিষয় হতে চলেছে ‘স্টার্ট আপ’৷ এছাড়াও এবার ‘এমারজিং সেক্টর’ হিসাবে সামুদ্রিক, খনিজ, অচিরাচরিত শক্তি ও সিটি গ্যাসকে রাখা হয়েছে৷ ফোকাস থাকবে উৎপাদনমূলক শিল্প, পরিবহণ, নগর পরিকাঠামো ও আবাসন, বিদ্যুত্‍ ও পরিকাঠামো, তথ্য-প্রযুক্তি-সহ অন্তত এগারোটি ক্ষেত্রে৷

Advertisement

(একমাসের জন্য বাখরাহাটে জারি ১৪৪ ধারা)

কয়েকটি বিখ্যাত ‘স্টার্ট আপ’-এর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এই সম্মেলন। থাকবে একটি ভারতীয় অনলাইন ট্যাক্সি পরিষেবা প্রদানকারী সংস্থা থেকে শুরু করে অনলাইনে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার স্টার্ট-আপও। অংশগ্রহণ করবে কলকাতায় যাত্রা শুরু করা ফাস্ট ফুড চেন যা ছড়িয়ে পড়েছে দেশের আরও ১০টি শহরে। স্টার্ট-আপ নিয়ে ‘সেশন’টি অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম), কলকাতার সহযোগিতায়। আইআইএম কলকাতা’র ইনোভেশান পার্কের সিইও মনে করেন পূর্ব ভারতে স্টার্ট-আপ-এর উপযুক্ত পরিবেশ তৈরিতে সাহায্য করবে এই সম্মেলন। স্বাভাবিকভাবেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে স্টার্ট-আপের উপর জোর দেওয়ায় বাংলার ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলেই মনে করা হচ্ছে।

শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ তার আগেই সেজে উঠেছে গোটা শহর৷ রাজারহাট থেকে ইকো পার্ক, নবান্ন থেকে মিলনমেলা প্রাঙ্গণ আলোর রোশনাইতে সর্বত্র সাজ সাজ রব৷ এই প্রথম দেশে এইরকম বড় বাণিজ্যিক সম্মেলনের উদ্বোধন করতে চলেছেন রাষ্ট্রপতি৷ আজ সন্ধ্যায় ইকো পার্কে প্রথা মেনে মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের ডাকে নৈশভোজে থাকবেন আমন্ত্রিত বিশিষ্টরা৷

(সাইবার ক্যাফেতে ৩০০ টাকা দিলেই মিলছে নতুন আধার কার্ড)

শুক্রবারে বিশ্ববঙ্গ বাণিজ্যিক সম্মেলনের উদ্বোধনে রাষ্ট্রপতি ছাড়াও থাকবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অর্থমন্ত্রী অমিত মিত্র শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন৷ রাজ্য প্রশাসনেও সাজ সাজ রব৷ বরাবরই এই সম্মেলন আন্তর্জাতিক রূপ নেয়৷ রাজ্যের অর্থনীতিতে নয়া দিশা রচনা করে৷ এবারও সেই পটভূমি প্রস্তুত৷ বিশ্ববঙ্গ সম্মেলন রাজ্যে বাণিজ্যিক বিনিয়োগের ক্ষেত্রে নবদিগন্ত রচনা করেছে৷ কোন কোন বিশিষ্ট শিল্পপতি বা শিল্প সংস্থা আগামিদিনে বাংলায় বিনিয়োগ করতে চলেছে, তাও এই সম্মেলন থেকে উঠে আসবে৷ এ বিষয়ে শেষ মুহূর্তের প্রয়োজনীয় কাজ সারতে ব্যস্ত অর্থমন্ত্রী৷ তাঁর দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে দফায় দফায় কথা বলেছেন৷ কেন্দ্রীয় সরকারের নোটবন্দির সিদ্ধান্তের পর দেশের অর্থনীতি সাময়িক যে ধাক্কা খেয়েছে, তার প্রেক্ষিতে এবারের বিশ্ববঙ্গ সম্মেলন অন্য মাত্রা পাচ্ছে৷ অর্থনীতি বিশেষজ্ঞদের মত, রাজ্যে বিকল্প শিল্প পথের বার্তা এই সম্মেলন থেকে উঠে আসবে৷ আগামিদিনে রাজ্যে বিনিয়োগের পথ আরও প্রশস্ত হওয়ার ক্ষেত্রে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিঃসন্দেহে উল্লেখযোগ্য৷

গতবার শিল্প সম্ভাবনায় দেশে যথেষ্ট সাড়া জাগিয়েছিল বাংলার শিল্প-বাণিজ্য সম্মেলন৷ প্রকল্প রূপায়ণের দিক থেকে অন্য রাজ্যকে পিছনে ফেলে দিয়েছে বাংলা৷ বিনিয়োগের প্রস্তাব এসেছিল প্রায় আড়াই লক্ষ কোটি টাকার৷ আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন, জার্মানি-সহ ২৬টি দেশের প্রতিনিধি অংশ নিয়েছিলেন৷ এবার এই তৃতীয় বাণিজ্য সম্মেলনে রাজ্যের স্থায়ী সরকার, আকর্ষণীয় বাণিজ্য-বৃদ্ধি, উন্নত গভর্ন্যান্স ও সামাজিক পরিকাঠামোর অগ্রগতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে৷ শিল্পক্ষেত্রে গত আর্থিক বছরে রাজ্যে ১০.৫৯ শতাংশ উন্নয়ন বৃদ্ধি পেয়েছে৷ শিল্পে বিনিয়োগ প্রক্রিয়া কীভাবে সহজ হয়েছে, তা-ও দেখানো হচ্ছে৷ যে কারণে রাজ্য ঘোষণা করেছে, ‘কাম টু বেঙ্গল, রাইড দ্য গ্রোথ’৷ ভোরসাগর গভীর সমুদ্র বন্দর, অমৃতসর-দিল্লি-কলকাতা শিল্প করিডর-এর বিষয়ও তুলে ধরা হচ্ছে৷ বিমানবন্দর থেকে কলকাতার বিভিন্ন স্থানে শিল্প-বাণিজ্য সম্মেলনের তোরণ গড়া হয়েছে৷ এবারের সম্মেলন আধুনিকতার দিক থেকেও ব্যতিক্রমী হয়ে উঠবে বলে আশা করছেন রাজ্যের আধিকারিকরা৷

(শ্রীনু খুনে হাত রয়েছে দিলীপ ঘোষের, বিস্ফোরক অভিযোগ স্ত্রী পূজার)

The post বাণিজ্য সম্মেলনে এবার মমতার নজর কোন দিকে? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement