shono
Advertisement
Behala

রবিবাসরীয় বিকেলে বেহালার আবাসনে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় মুড়ল এলাকা

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন।
Published By: Tiyasha SarkarPosted: 04:03 PM May 04, 2025Updated: 04:42 PM May 04, 2025

অর্ণব আইচ: রবিবাসরীয় বিকেলে বেহালার জেমস লং সরণির আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। চারতলার একটি ফ্ল্যাটের জানলা থেকে গলগল করে বেরচ্ছে লেলিহান শিখা। কালো ধোঁয়ায় মুড়েছে চারপাশ। কোনওক্রমে আবাসন থেকে বেরনোর চেষ্টায় বাসিন্দারা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। এদিকে ওই আবাসনের পাশেই রয়েছে একাধিক ফ্ল্যাট। স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়িয়েছে তাঁদের মধ্যেও।

Advertisement

বেহালার জেমস লং সরণির আবাসনটি চারতলা। রবিবার দুপুরে আচমকা বহুতলের চারতলার একটি ফ্ল্যাটের জানলা ও ব্য়ালকনি থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ইঞ্জিন পৌঁছনোর আগেই ছড়িয়ে যায় আগুন। ওই ফ্ল্যাটের জানলা থেকে লেলিহান শিখা নজরে পড়ে। প্রাণ হাতে নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়েন বাসিন্দারা। এরপর দমকল আধিকারিকরা পৌঁছে গোটা আবাসন ফাঁকা করে আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগান। তবে একটিমাত্র সিঁড়ি হওয়ায় বেশ বেগ পেতে হয় তাঁদের। 

শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের ৩ ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আগুনের উৎসস্থল রান্নাঘর। দমকল আধিকারিকরা জানিয়েছেন, শটসার্কিট থেকে এই আগুন বলে মনে করা হচ্ছে। তবে এখনই গোটা বিষয়টি স্পষ্টভাবে বলা সম্ভব নয়। গোটা ঘটনায় প্রবল আতঙ্কে বাসিন্দারা।    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবাসরীয় বিকেলে বেহালার আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। চারতলার একটি ফ্ল্যাটের জানলা থেকে গলগল করে বেরচ্ছে লেলিহান শিখা।
  • কালো ধোঁয়ায় মুড়েছে চারপাশ। কোনওক্রমে আবাসন থেকে বেরনোর চেষ্টায় বাসিন্দারা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন।
  • এদিকে ওই আবাসনের পাশেই রয়েছে একাধিক ফ্ল্যাট। স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়িয়েছে তাঁদের মধ্যেও।
Advertisement