shono
Advertisement
Ezra Street

দাউদাউ করে জ্বলছে বৈদ্যুতিন সামগ্রীর দোকান, এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড

আগুন আশপাশের বেশ কিছুটা এলাকায় ছড়িয়ে পড়েছে বলেই খবর।
Published By: Sayani SenPosted: 08:31 AM Nov 15, 2025Updated: 09:03 AM Nov 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। টেরিটি বাজারের উলটো দিকে এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকানে আগুন। আশপাশের বেশ কিছুটা এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে বলেই জানা গিয়েছে। শনিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২০টি ইঞ্জিন। বেশ কয়েকঘণ্টা কেটে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলেই খবর।

Advertisement

এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ এজরা স্ট্রিটের বহুতলে প্রথমে একটি বৈদ্যুতিন সামগ্রীর গোডাউনে আগুন লেগে যায়। ঘিঞ্জি বহুতলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। শুধু ওই বহুতলই নয়, আশপাশের বেশ কয়েকটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি একে একে দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর চেষ্টা। ভিতরে কেউ আটকে নেই বলেই দমকলের তরফে জানানো হয়েছে।

এজরা স্ট্রিটের বহুতলের আগুন ছড়িয়ে পড়ে আশপাশেও

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। দমকলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। অভিযোগ, নানারকম অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছলেও আগুন নেভানোর ক্ষেত্রে তৎপরতা নেই বললেই চলে। যদিও দমকলের তরফে ওই বহুতলের কাচের জানলা ভেঙে ধোঁয়া বের করে আগুন নেভানোর কাজ চলছে বলেই জানা গিয়েছে। বহুতলটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় কিছুটা যে বেগ পেতে হচ্ছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। যেহেতু ভোরবেলা আগুন লেগেছে তাই ওই বহুতলে থাকা বহু দোকান তালাবন্ধ। তাই আগুন উৎস খুঁজে পেতে কিছুটা সমস্যা হচ্ছে বলেই খবর।

এই ঘটনায় লেগেছে রাজনীতির রং। কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠক বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, গত ২২ বছর ধরে এই বহুতলটিতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বারবার তিনি নিজের উদ্যোগে কলকাতা পুরসভার মেয়র-সহ একাধিক ব্যক্তিকে চিঠি দিয়েছেন। তবে লাভ হয়নি কিছুই। সে কারণেই শনিবার সকালে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। চোখের নিমেষে ব্যবসাস্থল পুড়ে ছাই হয়ে যাওয়ায় বিপুল ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। মাথায় হাত পড়েছে তাঁদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড।
  • দাউদাউ করে জ্বলছে বৈদ্যুতিন সামগ্রীর দোকান।
  • ঘটনাস্থলে দমকলে ২০টি ইঞ্জিন।
Advertisement