shono
Advertisement

Weather Update: আগামী ৪৮ ঘণ্টায় বর্ষা ঢুকছে আন্দামানে, রাজ্যজুড়ে চলবে দেদার ঝড়-বৃষ্টি-বজ্রপাত

বজ্রপাত থেকে সাবধান, বলছে হাওয়া অফিস।
Posted: 10:21 AM May 18, 2023Updated: 10:21 AM May 18, 2023

নিরুফা খাতুন: সপ্তাহের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় চলছে ঝড়-বৃষ্টি। সঙ্গী হচ্ছে বজ্রপাত। আপাতত ৪৮ ঘণ্টা এই পরিস্থিতি চলবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি থাকছে। এর মধ্যে দেশে ঢুকছে বর্ষা। পরিস্থিতি অনুকূল থাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আন্দামানে বর্ষা ঢুকবে। তবে আন্দামানে আগাম বর্ষা ঢুকলেও কেরলে বর্ষা ঢুকবে দেরিতে। বাংলায় কবে বর্ষা ঢুকবে তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

মৌসম ভবন বলছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর জন্য অনুকূল পরিস্থিতি দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকা। তাই আগামী ৪৮ ঘণ্টায় আন্দামানে ঢুকবে বর্ষা। আন্দামানে আগাম হলেও কেরলে বর্ষা ঢুকতে দেরি হবে। সাধারণত পয়লা জুন বর্ষা ঢোকে কেরলে। কিন্তু এই মরসুমে কেরলে বর্ষা ঢুকবে ৪ জুন। বাংলায় কবে বর্ষা আসবে তা এখনও জানায়নি আবহাওয়া দপ্তর।

[আরও পড়ুন: এগরা বিস্ফোরণ: ৪৮ ঘণ্টা পর মিলল সাফল্য, ওড়িশা থেকে পুলিশের জালে ভানু বাগ]

বিহার থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। আরও একটি অক্ষরেখা রয়েছে তামিলনাডু উপকূল থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত। এই দুই অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। এর প্রভাবেই বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা আবহাওয়াবিদদের। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, উত্তরবঙ্গে আট জেলাতেই শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং হালকা ঝড়ের পূর্বাভাস থাকছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অধিকাংশ জেলাতেই দিনের বেলায় গরম বাড়বে। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি এবং ও বজ্রপাতের সম্ভাবনা থাকছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে। সঙ্গী হতে পারে বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়া। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলায়। পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে।

[আরও পড়ুন: আরিয়ান মাদক মামলায় সমীর ওয়াংখেড়েকে CBI সমন, গ্রেপ্তারিতে স্থগিতাদেশ আদালতের]

বজ্রপাতের আশঙ্কা থাকায় সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝড় উঠলে নিরাপদ আশ্রয় নিন। মোবাইলে দামিনী অ্যাপ ডাউনলোড করে বজ্রপাতের সতর্কতা জানার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement