shono
Advertisement
BJP

ছাব্বিশকে নজরে রেখে টানা বঙ্গ সফরে মোদি-শাহ, ডিসেম্বর থেকেই লাগাতার প্রচার

১০টি কর্মসূচির আবেদন বঙ্গ বিজেপি নেতৃত্বের, জানালেন সুকান্ত মজুমদার।
Published By: Sucheta SenguptaPosted: 08:29 PM Nov 21, 2025Updated: 08:31 PM Nov 21, 2025

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ছাব্বিশের বিধানসভা নির্বাচন বাংলা ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে একেবারে ঝাঁপিয়ে পড়ছে গেরুয়া শিবির। দলের তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী তো বলেই দিয়েছিলেন, এবার বঙ্গে থাবা বসাতে না পারলে আর কখনওই হবে না। সেই মন্তব্য নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল বটে, তবে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির নিরিখে সেই বাস্তবতা এড়িয়ে যেতে পারছেন না কেউই। তাই বছর শেষের আগেই সর্বশক্তি নিয়ে বাংলায় প্রচারে ঝাঁপাচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, ডিসেম্বর থেকেই টানা বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির অন্যান্য শীর্ষ নেতা। শুক্রবার বিজেপি রাজ্য নেতৃত্বের বৈঠকের পর এমনই খবর মিলছে।

Advertisement

আগামী মাস থেকে মোদি-শাহর বঙ্গ সফর নিয়ে বিজেপি সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ''আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলাম, ১০ টি বিভাগে দশটি কর্মসূচি জন্য। ইতিমধ্যেই ৩ টি বিভাগে হয়েছে। বাকিগুলিতেও হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রীয় সভাপতি ও কেন্দ্রীয় নেতৃত্ব আসবেন এখানে, কর্মসূচি করবেন।'' বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাস থেকেই রাজ্যের প্রতিটি কেন্দ্রে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক ইস্যুকে সামনে রেখে শুরু করতে হবে পথসভা। জানা গিয়েছে, বনসলের নির্দেশ অনুযায়ী, প্রতিটি বিধানসভা কেন্দ্রে রাজ্যের শীর্ষ নেতৃত্বকে তিনদিন করে প্রবাস করতে হবে চালাতে হবে জনসংযোগ অংশগ্রহণ করতে হবে প্রচার কর্মসূচিতে।

শুক্রবার বিজেপির সাংগঠনিক বৈঠকে ছিলেন সুনীল বনসল, সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য, সুব্রত ঠাকুর, শংকর ঘোষ, খগেন মুর্মু -সহ বিজেপি রাজ্য নেতৃত্বের বেশিরভাগ নেতা। তাতে একাধিক বিষয় নিয়ে আলোচনা হলেও মূল আলোচ্য বিষয় ছিল ডিসেম্বর থেকে মোদি-শাহদের লাগাতার প্রচার কর্মসূচির দায়িত্ব নেওয়া। আগামী বছরের প্রথমার্ধ্বে বিধানসভা নির্বাচন। তার ঢের আগে থেকেই বেশ বড় আকারেই বঙ্গ বিজেপি প্রস্তুতি শুরু করে দিচ্ছে। যদিও প্রতিবার ভোটের আগেই দিল্লির শীর্ষ নেতৃত্বের এহেন 'ডেলি-প্যাসেঞ্জারি'কে কটাক্ষ করেছে তৃণমূল। এবারও তাদের বক্তব্য, বাংলায় দুর্বল সংগঠন নিয়ে এভাবে দিল্লির নেতাদের এনে ভোটে জেতা সম্ভব নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে লাগাতার প্রচারে ঝাঁপাচ্ছে বঙ্গ বিজেপি।
  • ডিসেম্বর থেকেই রাজ্যে প্রচার শুরু করছেন মোদি-শাহ।
  • শুক্রবার বঙ্গ বিজেপির বৈঠক শেষে এই কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।
Advertisement