shono
Advertisement
Swasthya Bhawan

স্বাস্থ্যভবনের সামনে নিষেধাজ্ঞায় 'না', আর জি কর আন্দোলনের জের?

প্রতিবাদে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ দে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা।
Published By: Paramita PaulPosted: 04:40 PM Nov 18, 2024Updated: 04:44 PM Nov 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবান্নের মতোই কড়াকড়ি হতে চলেছে স্বাস্থ্যভবনের নিরাপত্তা। এবার থেকে আর স্বাস্থ্যভবনের সামনে জমায়েত করতে পারবেন না ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা। আজ, সোমবার থেকে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ১৬৩ ধারা কার্যকর করা হল। এবার প্রশ্ন উঠছে, আর জি কর কাণ্ডের পর থেকেই স্বাস্থ্যভবনের সামনে বার বার আন্দোলন হয়েছে, তাই কি এবার জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হল?

Advertisement

আগেই নিয়ম করা হয়েছিল, যখন তখন কাজের সময় স্বাস্থ্যভবনে আসতে পারবেন না ডাক্তারবাবুরা। আসতে গেলে মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, এমএসভিপি না হলেও নিদেনপক্ষে বিভাগীয় প্রধানের চিরকুট নিয়ে স্বাস্থ্যভবন যেতে হবে। নয়া নিয়ম অনুযায়ী, সল্টলেকের স্বাস্থ্যভবনের সামনে ৫ জনের বেশি জমায়েত করতে পারবেন না। ফলে আর স্বাস্থ্যভবনের সামনে ক্ষোভ-বিক্ষোভ করা যাবে না। এই নিয়ম নিয়ে ক্ষুব্ধ চিকিৎসকর, নার্স থেকে স্বাস্থ্যকর্মীরা। প্রতিবাদে সকাল থেকেই স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ দে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা।

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারের ধর্ষণ ও খুনের পর থেকেই স্বাস্থ্যভনের সামনে যখন তখন জমায়েত করতেন ডাক্তাররা। সামনে দীর্ঘসময় অবস্থান বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। যা নিয়ে বার বার বিব্রত হয়েছে রাজ্য ও স্বাস্থ্য প্রশাসন। তাদের দাবি, স্বাস্থ্যবিভাগের সর্বোচ্চ প্রশাসনিক ভবন এটি। তার সামনে যখন তখন আন্দোলন হলে বিভাগীয় কাজে সমস্যা তৈরি হয়। তাই এবার কড়া আইন আনল রাজ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নবান্নের মতোই কড়াকড়ি হতে চলেছে স্বাস্থ্যভবনের নিরাপত্তা।
  • এবার থেকে আর স্বাস্থ্যভবনের সামনে জমায়েত করতে পারবেন না ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা।
  • আজ, সোমবার থেকে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ১৬৩ ধারা কার্যকর করা হল।
Advertisement