shono
Advertisement
New Town

ফাঁকা বাড়িতে চারতলায় নিয়ে গিয়ে নাবালিকাকে যৌন নিগ্রহ! নিউটাউনে গ্রেপ্তার রং মিস্ত্রি

ফাঁকা বাড়িতে সুযোগ পেয়ে ওই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে চারতলার ঘরে ডেকে নিয়ে যায় মিস্ত্রি।
Published By: Paramita PaulPosted: 11:17 AM Feb 27, 2025Updated: 11:17 AM Feb 27, 2025

দিশা আলম, বিধাননগর: ফের নিউটাউন এলাকায় নাবালিকার যৌন হেনস্তা! গ্রেপ্তার বাড়ির রং মিস্ত্রি। বুধবার বিকেলেই ইকোপার্ক থানার অদূরে যাত্রাগাছি-ঘূর্নি এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ।

Advertisement

নিগৃহীতা বছর দশেকের নাবালিকা নিউটাউনের জ্যাংড়া গ্রাম পঞ্চায়েত অধীনস্থ ঘূর্নি টিয়া বাগান পাড়ার বাসিন্দা। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাড়ির রঙ মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে বিধাননগর কমিশনারেটের ইকোপার্ক থানার পুলিশ। ধৃত কওসার আলি ওরফে বাপি আলি। বয়স ৩২ বছর। যাত্রাগাছি-ঘূর্নি এলাকার বাসিন্দা। ধৃতের প্রতিবেশীরা জানিয়েছেন, বছর কয়েক আগেবিয়ে হয়েছিল বাপির। স্ত্রীর সঙ্গে অমানবিক আচরণে ফলে মহিলা বাপের বাড়িতে চলে গিয়েছেন। এরপর বাপির এই দুষ্কর্ম জানতে পেরে কার্যত হতবাক স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দিনকয়েক ধরে নির্যাতিতা নাবালিকার টিয়া বাগানের বাড়িতে রঙের কাজ করছিল বাপি। বুধবার সকালেও সে কাজে গেছিল। নিচের ঘরে রঙের কাজ করছিল। সে সময় নাবালিকার পরিবারের অধিকাংশ সদস্যরা বাইরে বেরিয়েছিলেন। ফাঁকা বাড়িতে সুযোগ পেয়ে ওই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে চারতলার ঘরে ডেকে নিয়ে যায় বাপি। অভিযোগ, সেখানেই কিশোরীকে যৌন হেনস্তা করে বাপি। দুপুরের দিকে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এলে কান্নাকাটি জুড়ে দেয় নাবালিকা। গোটা ঘটনা খুলে বলে।

পরিবার অভিযুক্ত বাড়ির রঙ মিস্ত্রির বিরুদ্ধে ইকোপার্ক থানায় যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, পকসো আইনের একাধিক ধারায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নাবালিকার মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষাও করা হবে। আজ, বৃহস্পতিবার অভিযুক্তকে বারাসত আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের নিউটাউন এলাকায় নাবালিকার যৌন হেনস্তা!
  • গ্রেপ্তার বাড়ির রং মিস্ত্রি।
  • ইকোপার্ক থানার অদূরে যাত্রাগাছি-ঘূর্নি এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ।
Advertisement