shono
Advertisement
Partha Chatterjee

'লোকের দুটো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না!', অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ

পার্থ চট্টোপাধ্যায়ের নিশানায় কে?
Published By: Tiyasha SarkarPosted: 03:30 PM Nov 12, 2025Updated: 06:24 PM Nov 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়ের প্রেম! গত সাড়ে তিনবছরে তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। তবে তাঁরা প্রেমিক-প্রেমিকা, কাকা-ভাইঝি না মামা-ভাগ্নি, তা আজও কার্যত রহস্য। যদিও আদালতে মামলার শুনানির সময় দু'জনের চোখে চোখে কথা গভীর প্রেম লুকিয়ে রাখতে পারেনি! জেলমুক্তির পর অবশেষে অর্পিতা প্রসঙ্গে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বললেন, "লোকের দু'টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না!"

Advertisement

২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় একইদিনে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। অর্পিতার খাটের নিচ থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা, গয়না। তারপরই প্রকাশ্যে আসে পার্থ-অর্পিতার সম্পর্কের কথা। যদিও পার্থ বরাবর দাবি করেন, অর্পিতাকে তিনি চিনতেন না। এদিকে অর্পিতা দাবি করেছিলেন, তাঁর খাটের নিচে পাওয়া টাকা পার্থর। তবে ভয়ে তিনি মুখ খুলতে পারেননি। পরবর্তীতে জানা যায়, মা হতে চেয়েছিলেন লাস্যময়ী অর্পিতা। সন্তান দত্তক নেওয়ায় আপত্তি ছিল না পার্থর। আবেদনও করেছিলেন তাঁরা। এদিকে ঘনিষ্ঠ বৃত্তে কখনও পার্থকে কাকা, কখনও মামা বলে পরিচয় দিয়েছিলেন অর্পিতা। যদিও আদালতে ভারচুয়াল শুনানির মাঝে পার্থ-অর্পিতার চোখের ভাষা বুঝিয়ে দিয়েছিল আদতে তাঁদের সম্পর্কটা কী! তা নিয়ে বিস্তর কাটাছেঁড়াও হয়েছে।  

পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তির পর স্বাভাবিকভাবেই সর্বত্র ফের চর্চায় অর্পিতা। যদিও তাঁকে দেখা যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, তিনি কোনও সংবাদমাধ্যমে প্রতিক্রিয়াও দেননি। বুধবার অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ। তিনি বললেন, "লোকের ২টো বউ থাকতে পারে। আমার বান্ধবী থাকতে পারে না? যাঁরা এটা নিয়ে বিদ্রুপ করেছেন, তাঁদের প্রতি সহানুভূতি রইল।"

এখানেই প্রশ্ন, দু'টো বউ প্রসঙ্গ তুলে কাকে বিঁধতে চাইলেন পার্থ? নিন্দুকদের দাবি, নিশানায় কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। কারণ, সম্প্রতি তৃণমূলে ফিরেছেন তিনি। এনকেডিএ-র চেয়ারম্যান হয়েছেন শোভন। এরপরই গুঞ্জন শোনা যায়, বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থীও করা হতে পারে শোভনকে। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের আসনেই শোভনকে টিকিট দিতে পারে তৃণমূল। এদিকে পার্থ ফিরে এসেই বুঝিয়ে দিয়েছেন, নিজের সাজানো ময়দান ছাড়তে রাজি নন তিনি। ফলে এই আক্রমণের কেন্দ্রে শোভন বলেই দাবি ওয়াকিবহাল মহলের।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জেলমুক্তির পর অবশেষে অর্পিতা প্রসঙ্গে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়।
  • তিনি বললেন, "লোকের দুটো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না!"
Advertisement