shono
Advertisement
Dumdum Airport

কলকাতা বিমানবন্দরে আত্মঘাতী ইম্ফলের যাত্রী, মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন

বিমানবন্দর সূত্রে খবর, গত ২৩ জানুয়ারি সন্ধ্যার বিমানে ইম্ফল থেকে কলকাতায় এসেছিলেন নিহত যাত্রী।
Published By: Sucheta SenguptaPosted: 06:01 PM Jan 26, 2025Updated: 06:18 PM Jan 26, 2025

বিধান নস্কর, দমদম: ছুটির দুপুরে হইহই কাণ্ড কলকাতা বিমানবন্দরে। সেখানে আত্মঘাতী হয়েছেন ইম্ফল থেকে আগত এক যাত্রী। জানা গিয়েছে, বিমানবন্দরের ডিপারচার ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই যাত্রী। ঘটনার পর তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তদন্তে নেমেছে বিমানবন্দর থানার পুলিশ।

Advertisement

দমদম বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, গত ২৩ তারিখ, বৃহস্পতিবার মণিপুরের ইম্ফল থেকে বিমানে কলকাতায় এসেছিলেন ওসিং নামে ওই ব্যক্তি। একটি বেসরকারি সংস্থার সন্ধ্যার বিমানে আসেন তিনি। বয়স আনুমানিক ৫০ বছর। এখানে এসে কোথায় থাকতেন, সে বিষয়ে কিছু জানান যায়নি। তবে বিমানবন্দরের কর্মীরা জানিয়েছেন, তাঁকে কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল ওই এলাকাতেই। রবিবার দুপুরে উদ্ধার হল ওসিংয়ের নিথর দেহ।

রবিবার তাঁকে বিমানবন্দর এলাকায় ঘুরতে দেখে সন্দেহ হয় আধিকারিকরদের। তাঁরা উদ্ধার করে প্রথমে ওসিংকে হাসপাতালে নিয়ে যান। তাঁর মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন ওঠে। তবে প্রাথমিক চিকিৎসার পর ওসিংকে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, তারপরও বছর পঞ্চাশের এই ব্যক্তি বিমানবন্দরের ডিপারচার ফ্লাইওভারের কাছে ঘোরাফেরা করছিলেন। মনে করা হচ্ছে, ওই ফ্লাইওভার থেকেই তিনি ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। তদন্তে নেমেছে পুলিশ। তবে বিমানবন্দর চত্বরে এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ডিপারচার ফ্লাইওভারের কাছে যখন ওই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল, তাহলে কেন তাঁকে সেখান থেকে সরিয়ে দেওয়া হল না? এই প্রশ্ন তোলা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতা বিমানবন্দরে আত্মঘাতী ইম্ফলের যাত্রী।
  • ডিপারচার ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান।
Advertisement