সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভয়া কাণ্ডের ১০০ দিন পার। তবু অধরা বিচার। সিবিআইয়ের ব্যর্থতার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সিজিও কমপ্লেক্স অভিযান করল আইএমএ-র বঙ্গীয় রাজ্য শাখা। তাঁদের স্লোগান ছিল '১০০ দিনেও বিচার নাই, অপদার্থ সিবিআই।'
প্রায় ৫০০ জন চিকিৎসকদের এই জমায়েতে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ডাক্তার দিলীপ দত্ত ,নির্বাচিত সভাপতি ডাক্তার সুভাষ চক্রবর্তী, সম্পাদক ডাক্তার শান্তনু সেন,কোষাধ্যক্ষ ডাক্তার অভিক ঘোষ-সহ একাধিক সিনিয়র চিকিৎসক। দুপুর তিনটে নাগাদ ড. শান্তনু সেনের নেতৃত্বে এক প্রতিনিধি দল সিবিআই দপ্তরে গিয়ে উত্তর পূর্বাঞ্চলের যুগ্ম ডিরেক্টর ডিএস ভার্মা, কলকাতার যুগ্ম ডিরেক্টর রাজেশ প্রধান ও মামলার তদন্তকারী অফিসার সীমা পাহুজার সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেন।
চিকিৎসকরা বলেন, "বাংলায় সম্প্রতি এই ধরনের দুটো ঘৃণ্য অপরাধে দুমাসের মধ্যে ফাঁসির সাজা যদি হতে পারে, তাহলে ১০০ দিনেও সিবিআই কেন পারল না!" সিবিআই সঠিক পদক্ষেপ না করলে আইএম এ বঙ্গীয় রাজ্য শাখা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলেও জানিয়েছে।