shono
Advertisement
Kolkata Accident

ভয়াবহ পথ দুর্ঘটনা মানিকতলায়, বাইকে ধাক্কা মেরে ছাত্রকে পিষে দিল ঘাতক লরি

বাবার সঙ্গে বাইকে করে স্কুলে যাচ্ছিল ১২ বছরের ওই কিশোর।
Published By: Kousik SinhaPosted: 10:12 AM Dec 03, 2025Updated: 02:11 PM Dec 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident) মানিকতলায়। লরির ধাক্কায় গুরুতর জখম স্কুলছাত্র। দুর্ঘটনাটি ঘটেছে মানিকতলার কাছে বেঙ্গল কমিক্যালস মোড়ের কাছে। জানা যাচ্ছে, বাবার সঙ্গে বাইকে করে স্কুলে যাচ্ছিল ১২ বছরের কিশোর। সেই সময় বেপরোয়া একটি লরি পিছন থেকে এসে বাইকে ধাক্কা মারে। একেবারে রাস্তায় ছিটকে পড়ে ওই স্কুল ছাত্র। তখনই তাকে পিষে দেয় ঘাতক লরিটি। আশঙ্কাজনক অবস্থায় বাইপাশের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে কিশোরকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়। ইতিমধ্যে অভিযুক্ত লরির চালককে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

আহত ওই কিশোর বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র। অন্যান্য দিনের মতোই আজ বুধবার সকালে বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাচ্ছিল ওই কিশোর। সেই সময় একটি লরি বাইকের পিছনে এসে সজোরে ধাক্কা মারে। বাইক থেকে একেবারে ছিটকে পড়ে ওই ছাত্র। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পরেও লরিটি থামেনি। বরং গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। সেই সময়েই ওই কিশোর লরির চাকায় চাপা পড়ে যায়। মুহূর্তে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় মানুষজন। আশঙ্কাজনক অবস্থায় ওই স্কুল ছাত্রকে উদ্ধার করা হয়। আটক করা হয় লরির চালককেও।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় ফুলবাগান থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিশপ্ত লরির চালককে। বলে রাখা প্রয়োজন, মঙ্গলবার সন্ধ্যায় শ্যামবাজার এভি স্কুলের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়। দুটি বাসের রেষারেষির জেরেই মৃত্যু হয় ওই ব্যক্তির। জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম শম্ভুনাথ দাস। শ্যামবাজারে অঞ্চলে পড়াতে এসেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি। সেই সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একেবারে দ্রুত গতিতে ধেয়ে আসা দুটি বাস রেষারেষি করতে গিয়ে ওই ব্যক্তিকে পিষে দেয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। সেই রেশ কাটতে না কাটতে ফের দুর্ঘটনা শহরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা মানিকতলায়।
  • লরির ধাক্কায় গুরুতর জখম স্কুলছাত্র।
  • দুর্ঘটনাটি ঘটেছে মানিকতলার কাছে বেঙ্গল কমিক্যালস মোড়ের কাছে।
Advertisement