shono
Advertisement
Park Circus

ঘুমের মধ্যেই হানা দিল মৃত্যু! পার্কসার্কাসে বাড়ির চাঙর ভেঙে মৃত বৃদ্ধা, জখম ৩

লোহাপুলের কাছে দুর্ঘটনায় এক শিশুও গুরুতর আহত।
Published By: Sucheta SenguptaPosted: 10:09 AM Jan 05, 2026Updated: 02:03 PM Jan 05, 2026

অর্ণব আইচ: শীতের রাতে নিশ্চিন্ত ঘুমের মধ্যেই হানা দিল সাক্ষাৎ মৃত্যুদূত! বছর শুরুর প্রথম রবিবার পার্কসার্কাসে (Park Circus) বাড়ির চাঙর ভেঙে প্রাণ হারালেন বছর পঁচাশির বৃদ্ধা। দুর্ঘটনায় এক শিশু-সহ বাড়ির ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁদের চিকিৎসা চলছে নিকটবর্তী হাসপাতালে। দুর্ঘটনার খবর পেয়ে সাতসকালেই সেখানে পৌঁছে যান স্থানীয় কাউন্সিলর। তিনি জানিয়েছেন, ওই বাড়িটি বহু পুরনো, জরাজীর্ণ। বাড়ির মালিককে এ বিষয়ে সতর্ক করা সত্ত্বেও মেরামত করেননি। তার জেরেই এই দুর্ঘটনা বলে অনুমান। এলাকায় সকাল থেকেই আতঙ্কের পরিবেশ।

Advertisement

পার্কসার্কাস (Park Circus) লোহাপুলের ৬৫ নং ওয়ার্ড এলাকায় রবিবার রাত ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ৪৬/এইচ/ই, সামসুল হুদা রোডের একটি পুরনো তিনতলা বাড়ির একতলায় থাকত মৃত বৃদ্ধার পরিবার। রবিবার রাতে সকলে ঘরে ঘুমাচ্ছিলেন। মাঝরাতে আচমকা চাঙর খসে পড়ে। তাতে আহত হন বাড়ির প্রায় সব সদস্য। সকলকে নিকটবর্তী ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৬১ বছরের বৃদ্ধা রাবিয়া খাতুনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।তাঁর মাথায় গুরুতর আঘাত ছিল। হাসপাতালে এই মুহূর্তে জখম অবস্থায় চিকিৎসাদীন ৯ বছরের আয়েষা খাতুন, ১৬ বছরের উমর ওরফে দানিশ আলম এবং ৫৫ বছরের ওয়াহিদ আবদুল। যদিও আয়েষার সামান্য আঘাত লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সাতসকালে এই দুর্ঘটনার জেরে এলাকায় সাময়িক আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর অভিযোগ করেন, বাড়িটি বিপজ্জনক অবস্থায় ছিল। মালিককে বাড়িটি মেরামতির জন্য বলা হয়েছিল। কিন্তু সেই কাজ হয়নি বলে আজ এত বড় দুর্ঘটনা ঘটে গেল বলে মনে করছেন তিনি। এলাকাবাসীরও একই অভিযোগ। আজকের এই দুর্ঘটনার পর শহর কলকাতার পুরনো, বিপজ্জনক বাড়িগুলি নিয়ে আবারও সতর্ক হওয়ার সময় হয়েছে, এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘুমের মধ্যে হানা দিল মৃত্যু!
  • পার্কসার্কাসে বাড়ির চাঙর ভেঙে মৃত বৃদ্ধা, আহত আরও ৩।
Advertisement