রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আর জি কর মামলায় অভয়ার বিচার না পাওয়ার জন্য দায়ী সিবিআইয়ের অপারগতা! প্রকারন্তরে কেন্দ্রীয় এজেন্সিকে দুষল আরএসএসের বাংলা মুখপত্র স্বস্তিকা। সংঘের ওই মুখপত্রে বলা হল, অভয়া মামলায় উল্লেখযোগ্য অগ্রগতি করতে না পারাটা সিবিআইয়ের নিজস্ব ব্যর্থতা। আর সেটা আড়াল করতে কেন্দ্রীয় হস্তক্ষেপের ঠুনকো দোহাই দেওয়া হচ্ছে।
আরএসএসের মুখপত্র স্বস্তিকায় 'নান্যঃ পন্থা' শীর্ষক সম্পাদকীয়তে বলা হল, হস্তক্ষেপের ঠুনকো দোহাই আসলে সিবিআইয়ের সন্দেহাতীত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। ওই সম্পাদকীয়তে বলা হয়েছে, যে কোনো বড়ো ধরনের জটিল অপরাধ সমাধানের জন্য তদন্তকারী সংস্থা 'সিবিআই'- কেন্দ্রীয় পুলিশ ও গোয়েন্দা বিভাগের সবেধন নীলমণি। সিবিআইয়ের কোনো বিকল্প নেই। জটিল কেসে সিবিআই ছাড়া সরকার বা বিচারবিভাগের গতি নেই। তাই তাকে প্রভাবিত করা সরকারের পক্ষে সম্ভব নয়। সিবিআইয়ের ব্যর্থতা আংশিকভাবে হলেও তার নিজস্ব দুর্বলতা। অভয়া মামলায় সিবিআইয়ের এই দুর্বলতার সঙ্গে মিশে রয়েছে রাজ্য সরকারি ষড়যন্ত্র ও চরম অসহযোগিতা।"
শুধু সিবিআই নয়, সংঘের বাংলা মুখপত্রে বঙ্গ বিজেপির নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ঠারেঠোরে বুঝিয়ে দেওয়া হয়েছে, বঙ্গ বিজেপির নেতারা প্রত্যাশামতো সক্রিয়তা দেখাতে পারছেন না। ওই মুখপত্রে বলা হয়েছে, "কন্যাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডারের ঢাকনায় অভয়ার অন্যায় যাতে চাপা না পড়ে তা, জনসমক্ষে তুলে ধরার দায়িত্ব রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির। এই দায়িত্ব পালনে তাদের সক্রিয় ভূমিকা আজ সময়ের দাবি।"
অবশ্য এই প্রথম নয়, এর আগেও একাধিকবার স্বস্তিকায় বঙ্গ বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এবার সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলল স্বস্তিকা। যদিও ওই সম্পাদকীয়তে তৃণমূল-বিজেপি সেটিং তত্ত্ব পুরোপুরি অস্বীকার করা হয়েছে। সংঘের মুখপত্রের দাবি, 'নিরাশাবাদী সন্দেহবাতিকরা' সিবিআইয়ের ব্যর্থতাকে সেটিং বলে মনে করছে।