shono
Advertisement
Kolkata

খাস কলকাতায় চলন্ত এসি বাসে আগুন, জখম বেশ কয়েকজন যাত্রী

আতঙ্কে হুড়মুড়িয়ে বাস থেকে নেমে পড়েন যাত্রীরা।
Published By: Sayani SenPosted: 04:54 PM Apr 07, 2025Updated: 05:22 PM Apr 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতায় চলন্ত বাসে আগুন। পাইকপাড়ায় একটি এসি বাসে আগুন লেগে যায়। ভরদুপুরের এই ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। তাঁরা অল্পবিস্তর আহত হন। প্রাথমিক চিকিৎসাও হয় তাঁদের। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসে অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড।

Advertisement

সোমবার বাসটি বেলঘরিয়া থেকে বেরোয়। বি টি রোড ধরে যাচ্ছিল বাসটি। পাইকপাড়া মোড়ের কাছে এসি বাসটিতে আচমকা ধোঁয়া বেরতে দেখা যায়। সেই সময় বাসে ছিলেন অনেকেই। ধোঁয়া দেখতে পেয়েই শোরগোল শুরু করেন যাত্রীরা। বাস থেকে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। তড়িঘড়ি যাত্রীরা নামতে না নামতেই দাউদাউ করে আগুন জ্বলে যায়।

কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকলে। ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী জখম হন। অল্পবিস্তর চোট পান তাঁরা। প্রাথমিক চিকিৎসাও করা হয় তাঁদের। কীভাবে ওই চলন্ত এসি বাসটিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কিছু, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খাস কলকাতায় চলন্ত বাসে আগুন। পাইকপাড়ায় একটি এসি বাসে আগুন লেগে যায়।
  • ভরদুপুরের এই ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।
  • তাঁরা অল্পবিস্তর আহত হন। প্রাথমিক চিকিৎসাও হয় তাঁদের।
Advertisement