shono
Advertisement
Sourav Gaguly

সৌরভকেও নবান্ন অভিযানে শামিল করতে চান, 'দাদা'র বাড়ির সামনে চাকরিহারারা

বাড়ির সামনের পুলিশকর্মীরা তাঁদের ফিরিয়ে দেন।
Published By: Paramita PaulPosted: 06:45 PM Apr 15, 2025Updated: 07:11 PM Apr 15, 2025

রমেন দাস: অভয়ার বাবা-মার পর এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে নবান্ন অভিযানে শামিল করতে চান চাকরিহারারা। 'দাদা'কে আমন্ত্রণ জানাতে মঙ্গলবার, পয়লা বৈশাখের দিন তাঁর বেহালার বাড়িতে পৌঁছে যান বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের তিন প্রতিনিধি। কিন্তু হতাশ হতে হয় তাঁদের। বাড়ির সামনের পুলিশকর্মীরা তাঁদের ফিরিয়ে দেন। এমনকী, চিঠিটাও দিতে পারেননি চাকরিহারারা।

Advertisement

এদিন বিকেলে চাকরিহারাদের তিন সদস্য় দেবাশিস বিশ্বাস, শুভদীপ ভৌমিক এবং সত্যজিৎ গিয়েছিলেন বেহালায় 'মহারাজে'র বাড়িতে। তাঁদের কথায়, সৌরভ মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ। তাই চাকরিহারারা চেয়েছিলেন যাতে তিনি মধ্যস্থতা করে বৈঠকে ব্যবস্থা করতে পারেন। আর না হলে ২১ এপ্রিলের নবান্ন অভিযানে যেন তিনি শামিল হন, 'ক্যাপ্টেন'কে সেই আমন্ত্রণ জানাতেই গিয়েছিলেন তাঁরা। কিন্তু সৌরভের বাড়ির বাইরে থাকা নিরাপত্তারক্ষীরা সাফ জানিয়ে দেন, এভাবে দেখা করা সম্ভব নয়। চিঠিও দেওয়া যাবে না। তাই খানিকটা হতাশ হয়েই তাঁদের ফিরতে হয়। 

আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির চাকরিহারারা। ওইদিন ধর্মতলা থেকে রানি রাসমণি রোড হয়ে একটি মিছিল নবান্নের দিকে যাবে। অপরটি সাঁতরাগাছি থেকে নবান্নের দিকে যাবে। সেই মিছিলে থাকার জন্য আর জি করের নির্যাতিতার মা-বাবাকেও আমন্ত্রণ জানিয়েছিলেন চাকরিহারারা। অভয়ার পরিবার মিছিলে থাকবেন বলেও জানিয়েছেন। 

উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়া ‘অসাংবিধানিক’ ও ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ বলে তোপ দেগে সম্প্রতি এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এক নিমেষে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই চাকরিহারাদের মধ্যে যারা ‘যোগ্য’ তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার জানান, ‘যোগ্য’ একজনেরও চাকরি যাবে না। একাধিক বিকল্প পরিকল্পনা করা রয়েছে বলেও জানান তিনি। তারপরেও নবান্ন অভিযানের পথে হাঁটছেন চাকরিহারারা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভয়ার বাবা-মার পর এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে নবান্ন অভিযানে শামিল করতে চান চাকরিহারারা।
  • 'দাদা'কে আমন্ত্রণ জানাতে মঙ্গলবার, পয়লা বৈশাখের দিন তাঁর বেহালার বাড়িতে পৌঁছে যান বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের তিন প্রতিনিধি।
  • হতাশ হতে হয় তাঁদের।
Advertisement