সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল নেতা শান্তনু সেনের নিরাপত্তা প্রত্যাহার। এতদিন তাঁর সঙ্গে ২ পুলিশকর্মী থাকতেন। কিন্তু গত সপ্তাহ থেকে তাঁর সেই নিরাপত্তারক্ষীদের আর দেখা যায়নি। এর পর জল্পনা উঠতেই জানা গেল, শান্তনুবাবুর নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়া হয়েছে। তবে কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এনিয়ে শান্তনু সেন নিজে কোনও মন্তব্য করতে চাননি।
ডাক্তার শান্তনু সেন নামী চিকিৎসক। তৃণমূল নেতার পাশাপাশি তিনি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনি আইএমএ-র সদস্য। উত্তর কলকাতার এই নেতা তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন, দলের মুখপাত্রের পদেও ছিলেন। আর জি কর হাসপাতালের রোগীকল্যাণ সমিতির সঙ্গে অনেকদিন ধরে যুক্ত ডাঃ শান্তনু সেন। পদমর্যাদা, রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁর সুরক্ষার জন্য সর্বক্ষণের নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল। রাজ্যসভার সাংসদ পদে তাঁর মেয়াদ শেষের পরও নিরাপত্তারক্ষী পেতেন। সম্প্রতি তা তুলে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের প্রতিবাদে হাসপাতালে মাইকিং করতে দেখা গিয়েছিল ডাক্তার শান্তনু সেনকে। সেসময় রোগী কল্যাণ সমিতির সঙ্গে যুক্ত থাকায় তিনি অচলাবস্থা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশে পরিষেবা চালু রাখার বার্তা দেন। কিন্তু তাঁর এই ভূমিকা ভালোভাবে গ্রহণ করেনি শাসক শিবির। তাঁকে দলের মুখপাত্রের পদ থেকে তখন সরিয়ে দেওয়া হয়। এর পর পুরসভার মেডিক্যাল অফিসারের ঘর থেকে তাঁর নামফলক সরিয়ে দেওয়া হয়। আর এবার দলের চিকিৎসক নেতার নিরাপত্তা তুলে নেওয়া হল।