shono
Advertisement

Breaking News

SIR

২২০৮ থেকে ৭! মৃত্যুহীন, নিখোঁজ, স্থানান্তরিত, ভোটারের বুথ কমল 'ভূতুড়ে' গতিতে

কোন জেলায় কত সেই তথ্য দিল কমিশন।
Published By: Subhankar PatraPosted: 07:34 PM Dec 04, 2025Updated: 07:57 PM Dec 04, 2025

সুদীপ রায়চৌধুরী: রাজ্যে এক বছরে কোনও ভোটার মারা যাননি বা নিখোঁজ হননি বা বাইরে চলে যাননি এই রকম বুথের সংখ‌্যা কমে দাঁড়াল সাতে। ২২০৮ থেকে ৭-য়ে নামল এই রকম বুথের সংখ্যা। বৃহস্পতিবার তথ্য প্রকাশ করে একথা জানিয়েছে নির্বাচন কমিশন।

Advertisement

বৃহস্পতিবার কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, এক বছরে কোনও ভোটার মারা যাননি বা নিখোঁজ হননি বা বাইরে চলে যাননি এই রকম বুথের সংখ্যা ৭। কোন জেলায় কত বুথ সেই হিসাবও দিয়েছে কমিশন। জানানো হয়েছে জলপাইগুড়িতে এমন বুথের সংখ্যা ১টি। মালদহে সংখ্যাটি ২টি। দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে ১টি বুথ। হাওড়াতে রয়েছে ১টি বুথ। পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়াতে রয়েছে ১টি করে বুথ।

পাশাপাশি, কমিশনের তরফে জানানো হয়েছে, সব এনুমারেশন ফর্ম ডিজিটাইজড করার পর বিএলওদের একটি মুচলেখা দিতে হবে। যেখানে সবদলের বিএলএদের সই থাকতে হবে। সঙ্গে সিইও দপ্তর থেকে সব বিএলওদের কাছে একটি মুখবন্ধ খাম পাঠানো হয়েছে। যেখানে বিএলওদের কাজের প্রশংসা করে তাঁদের 'কুর্নিশ' জানিয়েছে কমিশন। 

উল্লেখ্য, সোমবার রাজ্যের এনুমারেশন ফর্ম সংক্রান্ত পরিসংখ‌্যান দিতে গিয়ে রাজ্যের মুখ‌্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানানো হয়েছিল যে রাজ্যের ২২০৮টি বুথে গত এক বছরে কোনও ভোটার মারা যাননি বা নিখোঁজ হননি বা বাইরে চলে যাননি। পাশাপাশি আরও ৫,৮০০-র কাছাকাছি বুথে এক থেকে ১০টি ‘আনকালেক্টেবল’ ফর্ম রয়েছে বলেও জানানো হয়েছিল। বিষয়টি যে ‘সন্দেহজনক’, তা তখনই জানিয়েছিলেন কমিশনের আধিকারিকরাই।কিন্তু মঙ্গলবার থেকে পুরো ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে কমিশন জানাতে থাকে এই রকম বুথের সংখ্যা কম। মঙ্গলবার জানানো হয় এই রকম বুথের সংখ্যা ৪৮০টি। তারপর জানানো হয় সেই সংখ্যা  ২৯টি। আজ, বৃহস্পতিবার জানানো হল সংখ্যাটি ৭। শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এপ্রসঙ্গে কমিশনকে উদ্দেশ‌্য করে তাঁর তোপ দেগে বলেছিলেন, ‘‘ইয়ার্কি মারছেন? বিজেপির হাতে তামাক খেতে গিয়ে একবার এক কথা বলছেন, আরেকবার অন‌্য কথা! তার থেকে বরং নিজেদের নামের তলায় আকেরটি ফলক জুড়ে তাতে লিখে দিন যে এটি ভারতীয় জনতার পার্টির শাখা সংগঠন!’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্যে এক বছরে কোনও ভোটার মারা যাননি বা নিখোঁজ হননি বা বাইরে চলে যাননি এই রকম বুথের সংখ্যা কমে দাঁড়াল সাতে।
  • ২২০৮ থেকে ৭-য়ে নামল এই রকম বুথের সংখ্যা।
  • বৃহস্পতিবার তথ্য প্রকাশ করে একথা জানিয়েছে নির্বাচন কমিশন।
Advertisement