সুদীপ রায়চৌধুরী: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বাংলায় ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ হয়েছে। এনুমারেশন ফর্ম বিলি, পূরণ থেকে শুরু করে খসড়া তালিকা প্রকাশ - এসব পর্ব শেষ হল মঙ্গলবার। প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। তাতে কত ভোটারের নাম বাদ পড়েছে, কত মৃত, কত স্থানান্তরিত, কতজন ভুয়ো ভোটার - সবই উল্লেখ করা হয়েছে। তরজা শুরু হয়েছে এই ভুয়ো বা 'ভূতুড়ে' ভোটার নিয়েই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভিযোগ করেছিলেন, বাংলায় ১ কোটি রোহিঙ্গা, বাংলাদেশি রয়েছে, তাঁরা সকলে অনুপ্রবেশকারী। এ বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। মঙ্গলে প্রকাশিত খসড়া তালিকায় দেখা গেল, শুভেন্দুর দাবির ধারেকাছেও নেই ভুয়ো ভোটারের সংখ্যা। ১ কোটি দূর অস্ত, সেই সংখ্যাটা ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮।
ভোটার তালিকায় 'ভূত' খুঁজতে বিশেষ নিবিড় সংশোধনের কাজ হয়েছে। এরাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি বারবার অভিযোগ তোলে, ভুয়ো ভোটারের সংখ্যা বেশি, তাঁদের ভোটেই নাকি শাসকদল তৃণমূল জিতে আসছে। সেইমতোই বিরোধী দলনেতা সম্প্রতি দাবি করেছিলেন, বাংলায় অবৈধ বাংলাদেশি, রোহিঙ্গা মিলিয়ে নাকি প্রায় ১ কোটি মানুষ রয়েছেন। কিন্তু ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর দেখা গেল, তাঁর দাবির বিন্দুবিসর্গও মেলেনি। খসড়া তালিকায় ভুয়ো ভোটারের সংখ্যাটা ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮।
রোহিঙ্গা, বাংলাদেশি-সহ রাজ্যের অবৈধ ভোটারের সংখ্যা নিয়ে শুভেন্দুর (Suvendu Adhikari) এই ১ কোটির দাবি নির্বাচন কমিশনের দেওয়া খসড়া তালিকা অন্তত ফুৎকারে উড়িয়ে দিয়েছে। এনিয়ে বিরোধী দলনেতাকে রীতিমতো কড়া ভাষায় তোপ দেগেছে তৃণমূল। তাদের দাবি, একজনও রোহিঙ্গা নেই।তবে প্রশ্ন থাকছেই, ভুয়ো ভোটার আসলে কারা?
