সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। পূর্ব ঘোষণা মতো আজ মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। খসড়া তালিকায় যাঁরা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন, তাঁদের নাম রয়েছে। এমনকী যাঁরা ফর্ম ফিল আপ করেননি, তাঁদেরও নাম ওয়েবসাইটে দেওয়া হয়েছে। বুথভিত্তিক সেই নাম দেওয়া হয়েছে। পাশাপাশি মৃত, ডুপ্লিকেট, স্থানান্তরিত ভোটারদের নামও রয়েছে কমিশনের প্রকাশিত তালিকায়। তবে এবার নজর শুনানির দিকে। মনে করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই শুনানির কাজ শুরু হয়ে যাবে। তবে আজ মঙ্গলবার থেকেই খসড়া তালিকা নিয়ে নির্দিষ্ট বুথে বসবেন বিএলওরা।
এজন্য নির্দিষ্ট ঘর চেয়ে ইতিমধ্যে জেলা নির্বাচনী আধিকারিকদের চিঠিও দেওয়া হয়েছে কমিশনের তরফে। অন্যদিকে কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বিএলওরা নির্দিষ্ট ওই বুথে বসবেন। ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে শনিবার এবং রবিবারও তাঁরা থাকবেন। কোনও অভিযোগ থাকলে, সেখানে ভোটার কার্ড নিয়ে অভিযোগ জানানো যাবে। পাশাপাশি কাদের শুনানির জন্য ডাকা হবে, সেই সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট বুথের বিএলও নোটিশ পাঠাবেন বলেও জানা গিয়েছে। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও সেই তালিকা পাওয়া যাবে বলে খবর। শুনানিতে একজন ERO এবং দু'জন AERO থাকতে পারেন। কমিশনের নির্ধারিত দিনে কোনও ভোটার শুনানির জন্য উপস্থিত হতে না পারলে দেওয়া হবে বিকল্প সময়।
বলে রাখা প্রয়োজন, কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় বাদ যাওয়া নাম প্রায় ৫৮ লক্ষ। এর মধ্যে রয়েছে মৃত, স্থানান্তরিত, নিখোঁজ, ডুপ্লিকেট ভোটারদের নাম। শুধু তাই নয়, কমিশনের দেওয়া খসড়া তালিকায় নিখোঁজের সংখ্যা ১২ লক্ষ ২০ হাজার। শুধু তাই নয়, SIR (West Bengal SIR)-এর খসড়া তালিকায় অনুপস্থিত ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন। মৃত ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন, ডুপ্লিকেট ভোটার ১ লক্ষ ৩৮ হাজার। খসড়া তালিকায় ভুয়ো ভোটারের সংখ্যা ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮ জন।
