নব্যেন্দু হাজরা: আজ থেকে চারদিন বিনামূল্যে ট্রামে ভ্রমণের সুযোগ শহরবাসীর জন্য। তবে সব ট্রামে নয়। একটিমাত্র সুসজ্জিত ট্রামে। ট্রামেই উঠে আসবে একফালি সুন্দরবন। ঢং ঢং করে ঘণ্টা বাজিয়ে এঁকেবেঁকে সে আজ থেকে আগামী তিনদিন ছুটবে শহরের রাজপথে। আর ভিতরে হবে সুন্দরবনের লোকগায়কদের নাটক, গান, আড্ডা, নানা অনুষ্ঠান। ট্রামে চেপে সুন্দরবনের মানুষের দিনলিপি সম্পর্কে অবহিত হবে কলকাতার মানুষজন।

ট্রামযাত্রার মাধ্যমে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন রক্ষার বার্তা দিতে শহরে আসছেন বিভিন্ন দেশ থেকে ট্রামপ্রেমীরা। আজ থেকে ৩১ মার্চ এই চারদিন ব্যাপী শহরে হতে চলেছে অনুষ্ঠান। নাম দেওয়া হয়েছে 'সুন্দরবন ট্রামযাত্রা'। একটি সুসজ্জিত ট্রাম সুন্দরবনের প্রাণশক্তিকে কলকাতায় নিয়ে আসবে। উৎসবের দিনগুলোয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গড়িয়াহাট-এসপ্ল্যানেড-শ্যামবাজার রুটে বিশেষ ওই ট্রামটিতে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন শহরের মানুষ।
মেলবোর্নের ট্রাম কন্ডাক্টর রবের্তো আন্দ্রেয়া ও অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধি দল প্রতীকী টিকিটের মাধ্যমে যাত্রীদের শুভেচ্ছা জানাবেন ও আড্ডা দেবেন। ৩০ বছর ধরে ট্রামযাত্রা ট্রামকেন্দ্রিক অনেক ধরনের সাংস্কৃতিক কাজ করে চলেছে। এই উৎসবে সুন্দরবন এবং কলকাতার জলবায়ু সংকট নিয়ে কথা বলার একটা পরিসর তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই নোনাপুকুর ডিপোয় সেজেছে ট্রাম। অস্ট্রেলিয়া থেকে আসা প্রতিনিধিরা প্রত্যেকেই চান, পরিবেশরক্ষায় কলকাতায় ট্রাম চলুক তার নিজের ছন্দে। চার দিন ধরে চলবে কলকাতা-মেলবোর্ন ট্রামযাত্রা।
সুন্দরবন ট্রামযাত্রা নানারকম রঙিন ট্রাম, জীব বৈচিত্র্য উদযাপন করে বানানো তথ্যমূলক টিকিট এবং মানুষে মানুষে যোগাযোগকে প্রাধান্য দিয়ে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে বন্ধুত্বের পরিসর বিস্তৃত করার লক্ষ্যে ক্রমাগত কাজ চলছে। এ বিষয়ে ৩১ মার্চ বিকেল সাড়ে চারটেয় সুন্দরবন ও কলকাতার জলবায়ু সংকট নিয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে আইসিসিআর রবীন্দ্রনাথ টেগোর সেন্টার সত্যজিৎ রায় অডিটোরিয়ামে। এদিকে এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাসে উৎসবের চার দিন সন্ধেয় সাংস্কৃতিক অনুষ্ঠানেও উঠে আসবে সুন্দরবন প্রসঙ্গ। সেখানে তৈরি করা হয়েছে নৌকোর আদলে মণ্ডপ। সুন্দরবনের পরিবেশের বিভিন্ন ধ্বনি নিয়ে হবে একটি বিশেষ