shono
Advertisement
SSC Recruitment 2025

শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু এসএসসির, এখনই গ্রুপ-সি ও ডিতে আবেদন আট লক্ষ  

গ্রুপ-ডি-তে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বলে এসএসসি সূত্রে জানা গিয়েছে।
Published By: Subhankar PatraPosted: 09:18 AM Nov 30, 2025Updated: 02:45 PM Nov 30, 2025

স্টাফ রিপোর্টার: রাজ্যের সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষায় বসার জন্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন নেওয়ার কাজ শুরু করেছে এসএসসি। গ্রুপ-সি ও গ্রুপ-ডি শিক্ষাকর্মী নিয়োগে এখনও পর্যন্ত ৮ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে গ্রুপ-ডি-তে সব চেয়ে বেশি আবেদন জমা পড়েছে বলে এসএসসি সূত্রে জানা গিয়েছে।

Advertisement

এদিকে একাদশ-দ্বাদশের উত্তীর্ণ প্রার্থীদের যে নথি যাচাইয়ের কাজ চলছে তাতে কোনওভাবে অযোগ্য প্রার্থী যাতে থেকে না যায় তার জন্যে আরও সতর্ক হচ্ছে এসএসসি। ইতিমধ্যে ২৬৯ জন অযোগ্য প্রার্থীকে চিহ্নিত করে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিয়েছে এসএসসি। এঁরা ২০২৫ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন। নথি যাচাই করতেই তাঁরা ধরা পড়েন। এর মধ্যে ৮ জন শারীরিক বিশেষ সক্ষম।

এসএসসি-র এক আধিকারিক জানান, এখন একাদশ-দ্বাদশে উত্তীর্ণ প্রার্থীদের নথি যাচাইয়ের কাজ চলছে। ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কাজ। এর পর শুরু হবে নবম-দশমে উত্তীর্ণদের নথি যাচাই। ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহের শুরুতে নবম-দশমের নথি যাচাইয়ের কাজ শুরুর চেষ্টা হচ্ছে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাতে একজনও অযোগ্য থেকে না যায় তার জন্য নথি যাচাইয়ের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের তিন পর্যায়ে নথি যাচাই হচ্ছে। নবম-দশমের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ করতে চলেছে এসএসসি। তার জন্য যা যা করণীয় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্যের সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষায় বসার জন্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন নেওয়ার কাজ শুরু করেছে এসএসসি।
  • গ্রুপ-সি ও গ্রুপ-ডি শিক্ষাকর্মী নিয়োগে এখনও পর্যন্ত ৮ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে।
  • এর মধ্যে গ্রুপ-ডি-তে সব চেয়ে বেশি আবেদন জমা পড়েছে বলে এসএসসি সূত্রে জানা গিয়েছে।
Advertisement