ধীমান রক্ষিত: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। প্রকাশিত হতে চলেছে এসএসসির একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফলাফল। পরীক্ষার আড়াই মাসের মধ্যে শুক্রবার সন্ধ্যায় ফলপ্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। এবার শূন্যপদ মোট ১২ হাজার ৫১৪ জনের। আবেদন করেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। মোট ৬০ নম্বরে পরীক্ষা নেয় এসএসসি। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে প্রত্যেক প্রার্থী তাঁর লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেখাতে পারবেন।
লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর মেধাতালিকার ভিত্তিতে ইন্টারভিউয়ে ডাকা হবে চাকরিপ্রার্থীদের। একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ সম্পন্ন হলে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করবে এসএসসি। এসএসসির এক আধিকারিক জানান, একাদশ-দ্বাদশের ৩৬টি বিষয়ের উত্তরপত্র আপলোড করা হবে ওয়েবসাইটে। এসএসসির প্রধান কার্যালয়ে উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ইন্টারভিউ নেওয়া হবে এসএসসির আঞ্চলিক অফিসগুলিতে। ইন্টারভিউ পর্ব শেষ হওয়ার পর সুপারিশপত্র পাঠানো হবে মধ্যশিক্ষা পর্ষদে। এই সুপারিশপত্র পাঠানো পর্বে নবম ও দশমের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হতে পারে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসির প্যানেলভুক্ত ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। নতুন শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে হবে এবং সেই পরীক্ষায় একমাত্র যোগ্য শিক্ষক-শিক্ষিকারাই বসতে পারবেন বলে দেশের শীর্ষ আদালত জানিয়েছিল। আদালতের নির্দেশ মেনে চলতি বছরের ৭ সেপ্টেম্বর নবম-দশম এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের নির্বিঘ্নে পরীক্ষা নেয় এসএসসি। সেই পরীক্ষার একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফল প্রকাশিত হবে।
