স্টাফ রিপোর্টার: নামমাত্র টাকায় বিখ্যাত চিকিৎসকদের দেখাতে এসএসকেএমের নতুন বাজেট হাসপাতাল 'অনন্য'তে উপচে পড়া ভিড়। তেমনই তীব্র কৌতূহল। এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর ডা. মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে কোনও তথ্যের জন্য সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে ফোন করতে হবে (০৩৩) ২২০৪-১৯৩১ নম্বরে। সূত্রের খবর, গড়ে পাঁচশোরও বেশি ফোন আসছে সেই নম্বরে। প্রশ্ন? "কবে বসবে ডা. রাজেশ প্রামাণিক? ডা. যোগীরাজ রায়ের একটা অ্যাপয়েনমেন্ট পাওয়া যাবে।" অবস্থা এমনই এখন বুক করলে পনেরো দিনের আগে ডেট পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন সৃষ্টি 'অনন্য'তে চিকিৎসা করাতে ব্যগ্রতা চরমে।
গত ২২ অক্টোবর থেকে এসএসকেএমের বাজেট হাসপাতাল 'অনন্য'তে চালু হয় আউটডোর। জানা গিয়েছে, ১১ নভেম্বরের মধ্যেই হাজারের উপর ছাড়িয়ে গিয়েছে আউটডোর পেশেন্ট। মাত্র সাড়ে তিনশো টাকার বিনিময়ে যেখানে দেখানো যাচ্ছে প্রখ্যাত, খ্যাতনামা চিকিৎসকদের। বেসরকারি হাসপাতালে যাঁদের ভিজিট কমবেশি দেড়-দু'হাজার টাকা। স্বভাবতই নামমাত্র টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখানোর সুযোগ ছাড়তে চাইছেন না কেউই। এমনিতে সরকারি হাসপাতালে বিনামূল্যে মেলে অত্যাধুনিক চিকিৎসা। সেখানে প্রান্তিক পরিবারের মানুষের উপচে পড়া ভিড়। মধ্যবিত্তরা সে ভিড় এড়িয়ে চলেন। এদিকে বেসরকারি হাসপাতালে নামজাদা চিকিৎসকের ভিজিট হাজার ছাড়িয়ে যায়। পকেটে টান পড়ার ভয়ে সেদিকে যেতেও কিন্তু কিন্তু করে মধ্যবিত্ত। তাদের জন্যই এবার উৎকর্ষ কেন্দ্র এসএসকেএম হাসপাতালের 'অনন্য'।
আপাতত 'অনন্য'তে শুধু আউটডোর চালু হলেও খুব শিগগিরি ইন্ডোর পরিষেবাও চালু হবে বলে জানিয়েছেন এসএসকেএম-এর ডিরেক্টর ডা. মণিময় বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত চলছে অনন্য। তিনটে স্লটে রয়েছে আউটডোর। দুপুর ৩টে থেকে বিকেল ৫টা, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা। ইউরোলজি, অর্থোপেডিক, জেনারেল সার্জারি, প্লাস্টিক সার্জারি, স্ত্রীরোগ বিভাগ, নিউরো সার্জারি, ফিজিক্যাল মেডিসিন, কার্ডিওলজি, জেনারেল মেডিসিনের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে খ্যাতনামা চিকিৎসকরা বসছেন এখানে। প্রতিদিন প্রতিটি স্লটের দুই ঘণ্টায় তিনটি করে বিভাগের আউটডোর চলছে। আউটডোরে দেখানোর পর রোগীর হাসপাতালে ভর্তির প্রয়োজন হলে আর্থিক সামর্থ্য অনুযায়ী পুরনো উডবার্ন অথবা 'অনন্য'র মধ্যে থেকে বেড বেছে নেওয়ার সুযোগ থাকবে।
