সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সূচিতে বিরোধী দলনেতার সঙ্গে বৈঠকের কোনও পর্ব রাখা হয়নি। যা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এতে প্রথা ভাঙা হচ্ছে বলে দাবি করেন তিনি। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, তিনি কিংবা দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে আমন্ত্রণ না পেলেও রাষ্ট্রপতি ভবনে শুক্রবাসরীয় রাতে নৈশভোজের আমন্ত্রণ পেয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।
ইতিমধ্যেই রাহুল গান্ধীর তোলা অভিযোগকে নস্যাৎ করে দিয়েছে মোদি সরকার। 'ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছে এমন দাবিকে। জানিয়ে দিয়েছে, ২০২৪ সালের ৯ জুন বিরোধী নেতা হওয়ার পরে চারজন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করেছেন তিনি। যার মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তবে বিজেপি একথা বললেও 'বেসুরো' থারুর যে বিজেপিতে চলে যেতেই পারেন এই গুঞ্জনও রয়েছে। ফলে সেই কারণেই তাঁর আমন্ত্রণ, এমনটাও বলা হচ্ছে।
উল্লেখ্য, থারুর বহুদিন ধরেই বেসুরো। দলের একাধিক বক্তব্যের বিরোধিতা করেছেন তিনি। অপারেশন সিঁদুরের পর বিদেশে যে প্রতিনিধিদল গিয়েছিল দলের আপত্তি সত্ত্বেও তাতে গিয়েছিলেন তিরঅনন্তপুরমের সাংসদ। আবার ইদানিং কংগ্রেসের বৈঠকেও তিনি থাকেন না। সব মিলিয়ে থারুরের সঙ্গে কংগ্রেসের দূরত্ব অনেকটাই বেড়েছে। রাজনৈতিক মহলের ধারণা, তিরুঅনন্তপুরমের সাংসদের বিজেপি যোগ সময়ের অপেক্ষা। আগামী বছরের শুরুতেই বিধানসভা নির্বাচন রয়েছে কেরলে। তার আগেই সম্ভবত কংগ্রেস ছাড়ছেন তিনি। সেই কারণেই কি গেরুয়া শিবির আমন্ত্রণ জানাল তাঁকে? প্রশ্নটা থেকেই যাচ্ছে।
