shono
Advertisement
Sujay Krishna Bhadra

'শুয়ে শুয়ে পিঠে ব্যথা', নিয়োগ মামলায় ইডির চার্জ গঠনে আদালতে হাজিরার আশ্বাস 'কালীঘাটের কাকু'র

আগামী ১৮ ডিসেম্বর ইডি আদালতে হাজিরা দিতে হবে বলে জানান বিচারক।
Published By: Sayani SenPosted: 05:35 PM Dec 16, 2024Updated: 06:59 PM Dec 16, 2024

অর্ণব আইচ: প্রেসিডেন্সি জেল হাসপাতাল থেকে ভারচুয়ালি ইডি আদালতে হাজিরা 'কালীঘাটের কাকু'র। তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে খোঁজখবর নেন বিচারক। নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ১৮ ডিসেম্বর সব অভিযুক্তের মতো তাঁকেও আদালতে হাজিরা দিতে হবে বলে জানান বিচারক।

Advertisement

সোমবার ভারচুয়ালি হাজিরা দেওয়ার সময় বিচারক 'কালীঘাটের কাকু'র কী শারীরিক সমস্যা হচ্ছে, সেই খোঁজখবর নেন। জবাবে তিনি জানান, সম্প্রতি পায়ের শিরায় অস্ত্রোপচার হয়। আর তারপর থেকেই তাঁর দাঁড়ালে পা কাঁপছে। তার ফলে হাঁটতে সমস্যা হয়। বুক ধড়ফড়ের সমস্যাও দেখা দিয়েছে। দিনকয়েক আগে ডায়েরিয়া হওয়ার কথাও জানান 'কালীঘাটের কাকু'। জেল হাসপাতালের চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানান তিনি।

নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সর্বোচ্চ আদালতের নির্দেশের পর নিয়োগ মামলায় চার্জ গঠনের তোড়জোড় শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইডিকে নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচার ভবন। সে প্রসঙ্গ এদিন ভারচুয়াল শুনানিতে উঠে আসে। বিচারক জানান, আগামী ১৮ ডিসেম্বর, পার্থ চট্টোপাধ্যায়, অয়ন শীলদের মতো নিয়োগ দুর্নীতিতে জড়িত অভিযুক্তদের মতো তাঁকে আদালতে সশরীরে হাজিরা দিতে হবে। সেদিন আদালতে সশরীরে হাজিরা দেবেন বলেই বিচারককে জানান 'কালীঘাটের কাকু'। তিনি জানান, "শুয়ে শুয়ে পিঠে ব্যথা হয়ে যাচ্ছে। আমি আন্তরিকভাবে যেতে চাই।"  সুজয়কৃষ্ণ ভদ্রের আরোগ্য কামনা করেন বিচারক। এরপর 'কালীঘাটের কাকু'র চিকিৎসকের সঙ্গেও কথা বলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রেসিডেন্সি জেল হাসপাতাল থেকে ভারচুয়ালি ইডি আদালতে হাজিরা 'কালীঘাটের কাকু'র।
  • তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে খোঁজখবর নেন বিচারক।
  • নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ১৮ ডিসেম্বর সব অভিযুক্তের মতো তাঁকেও আদালতে হাজিরা দিতে হবে বলে জানান বিচারক।
Advertisement