সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে মুখ খুলেছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। সূত্রের খবর, জাতীয় কর্মসমিতির সদস্য হওয়ার পর সম্প্রতি দলের বৈঠকে ডাক পাননি তিনি। এবার রাজ্যসভায় নিজের আসন বদলের জন্য চেয়ারম্যান জগদীপ ধনকড়কে চিঠি দিয়েছেন তিনি। দ্বিতীয় সারির আসন ছেড়ে লাস্ট বেঞ্চে যেতে চাইছেন তিনি। এর পরই শুরু হয়েছে নতুন জল্পনা। প্রশ্ন উঠছে, দলের থেকে দূরত্ব বাড়াতে চাইছেন সুখেন্দু?
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর প্রতিদিন রাজপথে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছিল। সেই সময় কখনও গান লিখে বা পোস্ট করে ঘটনার বিরুদ্ধে মুখ খুলেছিলেন। যা নিয়ে অস্বস্তিতে পড়েছিল দল। সমস্যায় পড়েছিলেন সুখেন্দুও। লালবাজারে তলব করা হয় তাঁকে। তবে তাঁর বক্তব্য নিয়ে দলের কেউই সরাসরি মুখ খোলেননি বা পাশে দাঁড়াননি। এদিকে ২৫ নভেম্বর হওয়া দলের বৈঠকে ডাক পাননি বলেই খবর। তখনই প্রশ্ন ওঠে, তাহলে দলের সঙ্গে কি দূরত্ব বাড়ছে এই বর্ষীয়ান সাংসদের?
এই আবহে, রাজ্যসভার চেয়ারম্যানকে তাঁর বর্তমান আসন বদলানোর চিঠি সেই জল্পনা উসকে দিয়েছে। তবে আসন বদলানোর স্বপক্ষে যুক্তি দিয়ে সখেন্দু লিখেছেন, তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। চলাফেরায় সমস্যা হচ্ছে। সেই জন্যই দ্বিতীয় সারি থেকে পিছনের দিকে আসতে চাইছেন তিনি।
এ বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী তৃণমূলকে কটাক্ষ করে বলেন, "তৃণমূলে তো একটাই পদ। সুখেন্দুবাবু অনেক পুরনো সাংসদ। কিন্তু আর জি কর কাণ্ডে প্রতিবাদ জানিয়েছিলেন। দল ওঁকে সর্তক করেনি, আবার জাতীয় কর্মসমিতির বৈঠকেও ডাক পাননি। তৃণমূল ওঁকে চাইছে না। উনিও হয়তো থাকতে চাইছেন না।"