কল্যাণ চন্দ্র, বহরমপুর: শ্বশুরবাড়ি থেকে টাকা আদায়ের জন্য নাবালক শ্যালককে অপহরণ! বৃহস্পতিবার দুপুরে এমনই অভিযোগকে কেন্দ্র চাঞ্চল্য ছড়াল বহরমপুর থানার বদরপুর এলাকায়। শহরের এক হোটেলে অভিযান চালিয়ে নাবালককে উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত জামাইবাবুকে গ্রেপ্তার করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস ছয়েক আগে বদরপুরের কৃষ্ণা ঠাকুরের সঙ্গে বিয়ে হয় আগ্রার বাসিন্দা নকুল গোয়েলের। প্রথমে শ্বশুরবাড়িতে থাকলেও পরে আগ্রাতে চলে যান নকুল। বাপের বাড়িতেই থাকছিলেন স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে স্ত্রীকে ওই ব্যবসায়ী ফোন করে বলেন, ডেলিভারি বয় খাবার দিতে এসেছেন। তাঁর শ্যালক দ্বিতীয় শ্রেণির পড়ুয়াকে খাবার নিয়ে যেতে বলেন তিনি। খাবার আনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় নাবালক।
অভিযোগ, এর পরই অপহরণের কথা জানিয়ে মোটা টাকা মুক্তিপণ চান অভিযুক্ত জামাইবাবু নকুল। বহরমপুর থানায় অভিযোগ জানায় পরিবার। সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসে পুলিশ। দ্রুত শহরের এক হোটেলে অভিযান চালান তদন্তকারীরা। সেখান থেকেই উদ্ধার করা হয় ওই ছাত্রকে। অভিযুক্ত জামাইবাবুকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করছে বহরমপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন স্ত্রী। তবে মুক্তিপণ চেয়ে অপহরণের কোনও অভিযোগ দায়ের হয়নি। অনুমান করা হচ্ছে স্বামী-স্ত্রীর গণ্ডগোলের জেরে ওই ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।