shono
Advertisement
Abhishek Banerjee

সুপ্রিম দরবারে ১০০ দিনের ধাক্কা কেন্দ্রের, অভিষেক বললেন, 'জমিদারদের শোচনীয় হার' 

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেন্দ্রের
Published By: Kousik SinhaPosted: 02:43 PM Oct 27, 2025Updated: 04:05 PM Oct 27, 2025

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেন্দ্রের। বকেয়া টাকা দেওয়া নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশকেই বহাল রেখেছে শীর্ষ আদালত। এর ফলে বঙ্গ বিধানসভা ভোটের আগেই বাংলায় ফের ১০০ দিনের কাজ চালু হতে চলেছে। যা বড় জয় রাজ্য সরকারের কাছে। আর এরপরেই কেন্দ্রের বিজেপি সরকারকে সোশাল মিডিয়ায় তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি লিখছেন, ''বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের আরও একটি শোচনীয় হার।'' শুধু তাই নয়, এই রায় বাংলার মানুষের ঐতিহাসিক জয় বলেও উল্লেখ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement

প্রায় তিনবছরেরও বেশি সময় কেটে গিয়েছে। মহাত্মা গান্ধী গ্রামীণ কর্ম প্রকল্পের অধীনে দিনমজুরির কাজের অর্থ পাচ্ছে না বাংলা। এই বিষয়ে একাধিকবার সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা। কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আবার কখনও খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। যেখানে বকেয়া মেটানোর আবেদন জানানো হয়েছে। কিন্তু বারবার কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের শিকার হতে হয়েছে বাংলাকে। কিন্তু এদিন সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টের রায়কে বহাল রেখে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ১০০ দিনের বকেয়া মেটাতে হবে কেন্দ্রকে।

এরপরেই সোশাল মিডিয়ায় অভিষেক (Abhishek Banerjee) আরও লিখছেন, ''কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে যে আবেদন করা হয়েছিল, তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যা অবশ্যই বাংলার মানুষের ঐতিহাসিক জয়। দিল্লির ঔদ্ধত্য আর অবিচারের কাছে মাথানত করবে না বাংলা।''

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, ''রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে পেরে না ওঠায় বঞ্চিত করাকেই অস্ত্র হিসেবে বেছে নিয়েছে বিজেপি। অর্থনৈতিকভাবে বাংলাকে অবরুদ্ধ করে দিতে চাইছে। দরিদ্র মানুষের রুজি-রোজগার ছিনিয়ে নিতে চাইছে। কিন্তু আমরা হার মানব না। ন্যায়ের জন্য লড়াই করব। যারা মনে করে বাংলাকে চুপ করিয়ে রাখা যায়, আজকের রায় তাদের গালে গণতন্ত্রের থাপ্পড়। ওরা বাংলা থেকে নেয় অথচ বকেয়া মেটায় না। এবার তারা মানুষের ভোটেও হেরেছে, সুপ্রিম কোর্টেও হেরেছে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেন্দ্রের।
  • বিজেপি সরকারকে সোশাল মিডিয়ায় তীব্র কটাক্ষ ছুঁড়ে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Advertisement