shono
Advertisement

খেলা হবে দিবসে ‘শুভেন্দু’র কোমরে দড়ি পরিয়ে ঘোরাল TMC, মূল্যবৃদ্ধি নিয়ে তোপ বিজেপিকে

রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিলে পা মেলালেন তৃণমূল কর্মী, সমর্থকরা।
Posted: 03:42 PM Aug 16, 2022Updated: 03:42 PM Aug 16, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলা হবে দিবসে (Khela Hobe Dibas) পথে তৃণমূল। রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিলে সামিল হলেন নেতা-কর্মীরা। সুর চড়ালেন ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে। কলকাতায় তৃণমূলের মিছিলে শুভেন্দুর মুখোশে ঘুরলেন দলের কর্মী কর্মীরা। কোমরে পরানো হল দড়ি!

Advertisement

খেলা হবে দিবস উপলক্ষে মঙ্গলবার রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি পালন করেছে তৃণমূল। নিজেদের এলাকায় পথে নামেন নেতা-কর্মীরা। ফুটবল প্রতিযোগিতার আয়োজনও করা হয়। কলকাতায় মানিকতলা থেকে রাজাবাজার পর্যন্ত বিশাল মিছিলের আয়োজন করা হয়। নেতৃত্বে কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী। ওই মিছিলে দলেরই এক কর্মীকে শুভেন্দু অধিকারীর মুখোশ পরানো হয়। গায়ে লেখা ছিল, “আমি চোর।” দড়ি দিয়ে বাঁধা হয়েছিল ওই কর্মীকে। সারদা-নারদ মামলায় অভিযুক্ত বিজেপি নেতাকে কেন ছাড় দেওয়া হচ্ছে, সেই প্রশ্নও ওঠে মিছিল থেকে।

[আরও পড়ুন: খেলা হবে দিবসে টুইটে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর, দিনভর একাধিক কর্মসূচি তৃণমূলের]

তবে শুধু শুভেন্দু অধিকারী নন, এদিন বিজেপি বিরোধীতায় সুর চড়ায় তৃণমূল। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করেন। কোনও পোস্টারে লেখা ছিল, “দেখছো কি কেউ? এমন চৌকিদার… নিজের হাতে জ্বালিয়ে দিল মায়ের রান্নাঘর…।” কোনও পোস্টারে লেখা ছিল, “দুর্নীতিগ্রস্ত দাঙ্গাবাজদের বিরুদ্ধে তৃণমূল ছাত্র-যুব রাজপথে, বিরোধীরা হুঁশিয়ার।” সব মিলিয়ে খেলা হবে দিবসে বিজেপি, শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় সংস্থাকেই নিশানা করেছে শাসকদল।

প্রসঙ্গত, গতবছর বিধানসভা নির্বাচনের সময় ‘খেলা হবে’ স্লোগান খুব জনপ্রিয় হয়েছিল। সেই স্লোগানকে সামনে রেখে ১৬ আগস্ট খেলা হবে দিবস পালিত হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সকালেই টুইটে রাজ্যবাসীকে মূলত যুব সমাজকে খেলা হবে দিবসের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। লেখেন, “সবাইকে খেলা হবে দিবসের শুভেচ্ছা। গতবার এই দিনটি সাফল্যের সঙ্গে উদযাপিত হয়েছে। এবছর আরও বেশি যুবক-যুবতী এতে অংশ গ্রহণ করুক।”

 

[আরও পড়ুন: স্বাধীনতা দিবসে প্রেসিডেন্সি সংশোধনাগারে শশী পাঁজা-মালা রায়, দেখা হল না পার্থর সঙ্গে!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement