সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান থেকে হুমকি ফোন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে! এমনকী বাংলাদেশ থেকেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তোলপাড় দেশ। ঘটনার পিছনে জইশের যোগ থাকতে পারে বলে গুঞ্জন। এই আবহে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার। যদিও তাঁকে কেন পাকিস্তান বাংলাদেশ থেকে হুমকি দেবে তা নিয়ে পালটা প্রশ্ন তৃণমূলের। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর দাবি,''হালে পানি পাচ্ছেন না। এই সমস্ত কথা বলে দলের মধ্যে ভেসে থাকার চেষ্টা করছেন।''
দিল্লি বিস্ফোরণের পরেই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার মুর্শিদাবাদে হানা দেয় এনআইএ। এক পরিযায়ী শ্রমিকের বাড়িতে চলে তল্লাশি। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ''বাংলা নিরাপদ বলে মনে করে 'জেহাদি'রা। আর আমরা থ্রেট কল খাই। দু'দিন আগেও পাকিস্তান থেকে আমি থ্রেট কল খেয়েছি।'' এই বিষয়ে যেখানে জানানোর তা জানিয়েছেন বলেও মন্তব্য নন্দীগ্রামের বিধায়কের। শুধু পাকিস্তান নয়, বাংলাদেশ থেকেও প্রত্যেকদিন হুমকি ফোন আসছে বলে দাবি তাঁর। শুভেন্দু বলেন, ''বাংলাদেশ থেকে তো প্রত্যেকদিন করে। আমার হোয়াটস অ্যাপ নম্বর সবাই জানে।''
যদিও এহেন হুমকিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ শাসকদল তৃণমূল কংগ্রেস। খোদ নিজের দল অর্থাৎ বিজেপিতে পাত্তা না পেয়ে শুভেন্দু অধিকারী এহেন মন্তব্য করছেন বলে মত তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। তিনি বলেন, ''বিজেপির কাছেই পাত্তা পাচ্ছেন না। ১৮ থেকে ১২ হওয়ার পর পছন্দের লোককে রাজ্য সভাপতি করেনি। কার্যত ঘাড় ধাক্কা খাচ্ছে বিজেপিতে।'' হালে পানি না পেয়েই এহেন মন্তব্য তৃণমূল মুখপাত্রের। তাঁর কথায়, ''এই সমস্ত সস্তার কথা বলে মার্কেটে ভেসে থাকার চেষ্টা করছেন।''
