shono
Advertisement

নেতাজির জন্মদিনে ভিক্টোরিয়ায় চাঁদের হাট, মোদির মঞ্চে গাইবেন ঊষা উত্থুপ-পাপন-সোমলতা

জেনে নিন প্রধানমন্ত্রীর সফরসূচি।
Posted: 02:19 PM Jan 21, 2021Updated: 06:59 PM Jan 21, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২৫ তম নেতাজি জন্মজয়ন্তী (125th Birth Anniversary of Netaji Subhas Chandra Bose) কীভাবে পালন করা হবে, তা নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে চলছে ‘প্রতিযোগিতা’। ইতিমধ্যে জানা গিয়েছে, ওইদিন অর্থাৎ শনিবার রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিক্টোরিয়া হলে যোগ দেবেন বিশেষ অনুষ্ঠানে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। যাতে অংশ নেবেন ঊষা উত্থুপ, পাপন, সোমলতা এবং অন্বেষা-সহ আরও অনেকে।

Advertisement

শনিবার ঠিক দুপুর সাড়ে তিনটে নাগাদ আলিপুরের জাতীয় গ্রন্থাগারে এসে পৌঁছবেন মোদি (Narendra Modi)। আর্টিস্ট ক্যাম্প পরিদর্শনের পর যোগ দেবেন একটি আলোচনা সভায়। ঠিক ৪.১৫ নাগাদ ভিক্টোরিয়ার উদ্দেশে রওনা দেবেন। সাড়ে চারটের মধ্যে সেখানে পৌঁছনোর কথা তাঁর। নেতাজি নিয়ে তৈরি গানের উপরেই রাজস্থান এবং বাংলার ড্রামবাদকদের অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হবে প্রধানমন্ত্রীকে। ৫টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলার ৫০-৭৫ জন শিশুদের দিয়েই শুরু হবে অনুষ্ঠান ‘কদম কদম বাড়ায়ে যা’। এরপর মঞ্চে দেখা যাবে ঊষা উত্থুপকে। তিনি ‘একলা চলো রে’ গান পরিবেশন করবেন। ঠিক তারপর ‘সুভাষজি সুভাষজি’ গান পরিবেশন করবেন পাপন। ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গান পরিবেশন করবেন সৌম্যজিৎ এবং সৌরেন্দ্র।

[আরও পড়ুন: ‘বিশেষ দলের সহায়তায় ভয় দেখাচ্ছে BSF’, নির্বাচন কমিশনে বিস্ফোরক পার্থ, পালটা দিলীপের]

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ৫.২১ নাগাদ প্রদীপ প্রজ্জ্বলন হবে। তারপর একে একে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়  (Jagdeep Dhankhar) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বক্তৃতা দেবেন। ৫টা ৪১ নাগাদ ‘লেটার অফ নেতাজি (১৯২৬-১৯৩৬)’ বই প্রকাশ হবে ওই মঞ্চে। দশজন শহিদকে সম্মান জানানো হবে। ৫.৫৭ নাগাদ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ধে ৬.৪৫ নাগাদ ওই মঞ্চে জাতীয় সংগীত পরিবেশন করবেন একাধিক শিল্পী। ঊষা উত্থুপ, পাপন, সৌম্যজিৎ, অন্বেষা, সোমলতা-সহ আরও অনেকেই যোগ দেবেন তাতে। অনুষ্ঠান শেষে সন্ধে ৬.৫৯ মিনিটে দিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। শিল্পীদের তালিকায় কারা রয়েছেন, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। একুশে বাংলার মতো অসমেও বিধানসভা নির্বাচন। তাই পাপনকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেই মনে করছেন অনেকে।

[আরও পড়ুন: জন্মদিনে শ্রদ্ধার্ঘ, ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম নেতাজির নামে রাখতে পারেন মোদি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement